প্রতীকী চিত্র।
ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু বিজেপি শাসিত রাজস্থানের স্কুল বইয়ে সেই বাল গঙ্গাধর তিলক হয়ে গেলেন ‘ সন্ত্রাসবাদের পিতা’। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষাবিদরাও সরব। কিন্তু সমস্যা হল, ছাত্র ছাত্রীদের সেই ভুল শিখে এখনও উগড়ে দিতে হচ্ছে পরীক্ষার খাতায়।
জানা গিয়েছে, রাজস্থানের বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের আওতায় থাকা বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণিতে ওই বই পড়ানো হয়। ‘অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীর মধ্যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন’ নামের অধ্যায়ে লেখা হয়েছে, ‘‘আবেদন-নিবেদনের মধ্যে দিয়ে যে ব্রিটিশদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না, সেটা তিলক বুঝতে পেরেছিলেন। তিনি জাতীয়তাবাদী আন্দোলনে নতুন পথের সূচনা করেছিলেন।’’ এর পরেই ঐতিহাসিক ভুল। ‘সশস্ত্র আন্দোলন’-এর জায়গায় লেখা হল ‘সন্ত্রাসবাদ’। আর বাল গঙ্গাধর তিলক হয়ে গেলের ‘ফাদার অব টেররিজম’ অর্থাত্ ‘সন্ত্রাসবাদের পিতা’।
ইতিহাসবিদরা বিষয়টির বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এল গুপ্তর কথায়, ‘‘এই ভুল মেনে নেওয়া যায় না।’’
আরও পড়ুন: নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
আরও পড়ুন: রামায়ণেও প্রযুক্তির ব্যবহার ছিল, দাবি পঞ্জাবের রাজ্যপালের
এত কাণ্ডে পরেও কিন্তু বইটি বাজার থেকে তুলে নেওয়া হয়নি। তবে প্রকাশকের তরফ থেকে পরবর্তী সংস্করণে ভুল সংশোধনের প্রতিশ্রতি দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy