ভাবতে পারেন, একটা গ্রামের নাম নাকি ‘স্ন্যাপডিল ডট কম নগর’! গ্রামের সামনে ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই লেখা রয়েছে ‘স্ন্যাপডিল ডট কম নগর’।
ঠাট্টা নয়, উত্তরপ্রদেশের মুজফফরনগরে গিয়ে খোঁজ নিলেই জানতে পারবেন এমন একটা গ্রাম সত্যিই আছে। কিন্তু গ্রামের এমন একটা নাম হল কী করে?
আসলে ২০১১-র আগে এই গ্রামের নাম ছিল শিব নগর। ২০১১-এ সেখানে এসেছিলেন স্ন্যাপডিলের সিইও কুণাল বহল। গ্রামটি ঘুরে দেখার সময় কুণাল লক্ষ্য করেন, গ্রামে পানীয় জলের ভয়ঙ্কর সমস্যা রয়েছে। গ্রামবাসীদের পানীয় জল আনতে পায়ে হেঁটে মাইলখানেক পথ যেতে হত সারা বছর। গরমের সময় এখানে জলের কষ্ট চরমে ওঠে। কুণাল সিদ্ধান্ত নেন, এই গ্রামে পানীয় জলের সমস্যা লাঘব করতে তিনি কয়েকটি টিউবওয়েল বসাবেন। এর পরই গোটা গ্রামে ১৫টি টিউবওয়েল লাগিয়ে দেওয়া হয়।
সেই উপকারের প্রতিদান দিতেই কিছু একটা চমক দিতে চেয়েছিলেন গ্রামবাসীরা। সকলে মিলে ঠিক করেন গ্রামের নাম বদলে ওই সংস্থার নামেই গ্রামের নাম রাখবেন তাঁরা। যেমন ভাবা, তেমন কাজ! গ্রামের নাম শিব নগর থেকে বদলে হয়ে গিয়েছে ‘স্ন্যাপডিল ডট কম নগর’। গ্রামবাসীদের তরফ থেকে পাওয়া এই প্রতিদানে আপ্লুত কুণাল গ্রামে স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক শিক্ষাকেন্দ্র তৈরির কথাও ভাবছেন। ভবিষ্যতে গ্রামে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন: জলের বুকে দিব্যি সাঁতরে বেড়াচ্ছে পেঁচা, দেখুন ভিডিও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy