Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

আট মাসের মেয়ের ওজন ১৭ কেজি!

বয়স মাত্র আট মাস। ওজন ১৭ কিলোগ্রাম! এ হেন চাহাত কুমার এই মুহূর্তে অমৃতসরের বিস্ময়!

এই সেই শিশু। ছবি: সংগৃহীত।

এই সেই শিশু। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৯:২৮
Share: Save:

বয়স মাত্র আট মাস। ওজন ১৭ কিলোগ্রাম! এ হেন চাহাত কুমার এই মুহূর্তে অমৃতসরের বিস্ময়!

সূত্রের খবর, চাহাতের বয়স যখন চার মাস তখন থেকেই অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে তার। চাহাতের চিকিত্সক বাসুদেব শর্মা জানিয়েছেন, সাধারণত এই বয়সে শিশুদের স্বাভাবিক ওজন হওয়া উচিত ৬ থেকে ৯ কেজি। চাহাতের প্রায় দ্বিগুণ। শুধু তাই নয়, এক জন ১০ বছরের শিশুর ডায়েটে যা থাকে চাহাতও সেই পরিমাণ খাবার খায় আট মাস বয়সেই।

একটি টেলিভিশন সাক্ষাত্কারে চাহাতের বাবা সূর্য কুমার বলেন, ‘‘ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়।’’ চাহাতের মা রেণু কুমারের দাবি, ‘‘জন্মের সময় অন্য স্বাভাবিক শিশুর মতো ছিল চাহাত। কিন্তু চার মাস পর থেকেই আমরা বুঝতে পারি ওর অস্বাভাবিক ওজন বাড়ছে।’’

আরও পড়ুন, রাক্ষুসে খিদে! ১৮ মাসের শিশুর ওজন ২২ কেজি!

চাহাতের অস্বাভাবিক ওজন বৃদ্ধির ফলে তাকে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি রক্তপরীক্ষার নির্দেশ দেন। কিন্তু চাহাতের ত্বক এতটাই পুরু যে তার রক্ত নেওয়া সম্ভব হয়নি। ওই চিকিত্সকের কথায়, ‘‘আমি এমন পেশেন্ট প্রথম পেলাম। চার মাস বয়স হওয়ার পর থেকেই ও মোটা হতে থাকে। এখানে তো রক্তপরীক্ষাও সম্ভব হয়নি। ফলে অমৃতসরের সিভিল হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে ওকে রেফার করেছি।’’

অত্যধিক ওজনের কারণে শ্বাস নিতে ও ঘুমতো সমস্যা হয় চাহাতের। ওর বাবা-মায়ের একমাত্র চাহিদা মেয়ের সুস্থ জীবন। কিন্তু সেটা কোন পথে সম্ভব, তা তাঁরা জানেন না।

আরও পড়ুন, এ বার গরুদেরও দেওয়া হবে ‘আধার কার্ড’!

তবে এ হেন উদাহরণ প্রথম নয়। মুর্শিদাবাদের ‘অতিকায় শিশু’ লোকমান হাকিম মণ্ডল অতিরিক্ত ওজনের জন্যই খবরের শিরোনামে উঠে আসে। ১১ মাসের সেই শিশু দিনে আড়াই কিলো ভাত এবং পাঁচ লিটার দুধ খেত। তার ওজন ছিল ২০ কেজি। মূলত হরমোনের সমস্যার জন্য এই সমস্যা হতে পারে বলে মত চিকিত্সকদের একাংশের।

অন্য বিষয়গুলি:

Obesity Bizarre Childbirth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE