ভারতে চিকিৎসা করাতে আসার জন্য সপ্তাহখানেক আগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানিয়েছিলেন পাক নাগরিক ফরিজা তনভির। লাহৌরের ভারতীয় হাই কমিশন তাঁর ভিসার আবেদন খারিজ করে দেওয়ার পরেই এ দেশের বিদেশমন্ত্রীর সাহায্য চেয়ে টুইট করেছিলেন ক্যানসার আক্রান্ত ওই তরুণী। এ বার সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন সুষমা। সোমবার টুইট করে তিনি জানান, যে সমস্ত পাক নাগরিক চিকিৎসার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন, তাঁদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু, পাক বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে প্রস্তাব না এলে ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়।
সুষমার টুইট
But I assure Pakistan nationals seeking medical visa with a recommendation from Mr.Sartaj Aziz, we will issue the visa immediately. /9
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
However, Mr.Aziz has not shown the courtesy even to acknowledge my letter. /8
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
I wrote a personal letter to Mr.Sartaj Aziz for the grant of her visa to Pakistan. /7
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
পাশাপাশি, ভিসা ইস্যুতে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজকে আরও সহানুভূতিশীল হতে পরামর্শ দিয়েছেন সুষমা। এই প্রেক্ষিতে পাকিস্তানে বন্দি ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মায়ের ভিসার আবেদনের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে আজিজকে ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছিলাম। সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করেননি আজিজ। এ দিন একের পর এক টুইটে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
আরও পড়ুন: বুরহান-বন্দনায় তোপ ভারতের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy