প্রতীকী ছবি।
এ যেন একেবারে সাত রাজার ধন। যা হাতে পেলে বদলে যেতে পারে দেশের ভবিষ্যত্টা। জলের তলায় লুকিয়ে থাকা এমনই প্রচুর সম্পদের হদিশ পেলেন বিজ্ঞানীরা। সম্প্রতি একটি সমীক্ষায় আরবসাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নীচে প্রচুর মূল্যবান ধাতু এবং খনিজ থাকার সম্ভাবনা খুঁজে পেয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-র বিজ্ঞানীরা।
২০১৪ সালে একটি সমীক্ষার সময় চেন্নাই, ম্যাঙ্গালুরু, আন্দামান-নিকোবর দীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের কাছে প্রথম এই সম্পদের হদিশ পেয়েছিল জিএসআই। সেখানে যে পরিমাণ লাইম মাড, ফসফেট এবং হাইড্রোকার্বন, ক্যালসিয়াম কার্বনেটের অধঃক্ষেপ মিলেছিল তাতে বিজ্ঞানীদের ধারণা হয়, অনুসন্ধান চালালে এর নীচে প্রচুর পরিমাণ সম্পদ পাওয়া যাবে।
আরও পড়ুন: পুরুষ না মহিলা? এই সংশয়েই হাসপাতালে জায়গা নেই রূপান্তরকামীর
তিন বছর ধরে সেই অনুসন্ধানের পর সম্প্রতি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন জিএসআই-য়ের বিজ্ঞানীরা। সমুদ্রগর্ভে প্রায় দু’লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১০ হাজার মিলিয়ন টন খনিজ সম্পদের হদিশ পেয়েছেন তাঁরা। তবে সমুদ্রগর্ভের ঠিক কোন অংশে এই পরিমাণ খনিজ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জিএসআই-য়ের উচ্চপদস্থ বিজ্ঞানী আশিস নাথ বলেন, ‘‘সমুদ্রগর্ভে এই সমস্ত খনিজের সঠিক জায়গা নির্ধারণ করতে হবে। তা সম্ভব হলেই এই সমস্ত সম্পদ কাজে লাগানো যাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy