কাশ্মীরে বিক্ষোভ দমনে ছররা বন্দুকের বিকল্প খুঁজতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে দীর্ঘ দিন অশান্ত ছিল কাশ্মীর। তখন বিক্ষোভ দমনে ছররা বন্দুকের ব্যবহার নিয়ে সমালোচনার মুখে প়়ড়েছিল কেন্দ্র ও রাজ্য। পরে এ নিয়ে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের শরণাপন্ন হয় রাজ্যের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ছররা বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি যে অফিসাররা ওই বন্দুক ব্যবহারের নির্দেশ দিয়েছেন তাঁদের শাস্তির আর্জিও জানায় তারা। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিরা জানান, কেন্দ্র ছররা বন্দুকের বিকল্প খুঁজতে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি গড়েছে কেন্দ্র। ফলে এই আর্জি নিয়ে শুনানির প্রয়োজন নেই। এর পরে শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বার অ্যাসোসিয়েশন।
সেই মামলার শুনানিতেই এ দিন প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘‘ছররার বিকল্প খুঁজতে হবে। তাছাড়া কাশ্মীরে যে ভাবে নাবালকরা বিক্ষোভে অংশ নিয়েছে তা উদ্বেগজনক। রাজ্য কি ওই নাবালকদের বাবা-মা-র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে?’’
ছররার বিকল্প খুঁজতে গড়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখতে চেয়েছে শীর্ষ আদালত। ১০ এপ্রিল ফের মামলার শুনানি হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy