Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sabzar Ahmed Bhat

সবজার আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি পাকিস্তানের

সরতাজ আজিজের অভিযোগ, সবজার আহমেদ বাটের ঘটনা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী। এর ফলে কাশ্মীরের জনমানসে পরিবর্তন আসতে পারে। এই মৃত্যুর ঘটনা পুরোপুরি বিচার বহির্ভূত।

অ্যালবাম থেকে। বুরহান ওয়ানির সঙ্গে সবজার ভাট (ডান দিকে)।

অ্যালবাম থেকে। বুরহান ওয়ানির সঙ্গে সবজার ভাট (ডান দিকে)।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৩:০৩
Share: Save:

হেগের বদলা নেওয়ার চেষ্টা রাষ্ট্রপুঞ্জে!

জঙ্গি নেতা সবজার আহমেদ বাটের মৃত্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করল ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের অভিযোগ, ভারতীয় সেনার গুলিতে সবজারের মৃত্যু বিচার বহির্ভূত ঘটনা। শনিবার জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধের মৃত্যু হয় সবজার আহমেদ বাট ওরফে আবু জার। সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কার্যত তাঁর উত্তরসূরি হয়ে উঠেছিলেন সবজার। সবজার হত্যার পর ফের ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। খবর ছড়ানোর পর থেকেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়েছে প্রতিবাদী জনতা।

গত বছর ৮ জুলাই কাশ্মীরে তরুণ জঙ্গিনেতা বুরহান ওয়ানি সেনা অভিযানে নিহত হওয়ার পর দিল্লির বিরুদ্ধে সরব হয়েছিল ইসলামাবাদ। স্বয়ং পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহানকে ‘শহিদ’ বলে উল্লেখ করেছিলেন। সে সময় শরিফ অভিযোগ করেন, ‘‘কাশ্মীরি নেতা বুরহান ওয়ানি এবং সাধারণ মানুষকে ভারতের সামরিক ও আধা-সামরিক বাহিনী খুন করছে। সাধারণ মানুষের বিরুদ্ধে যে ভাবে ভারতীয় বাহিনী অতিরিক্ত এবং অবৈধ ভাবে বলপ্রয়োগ করেছে, তা অত্যন্ত নিন্দনীয়।’’ এক বছরের মধ্যে ফের যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। একই রকম ভাবে, সবজারের মৃত্যু নিয়েও দিল্লির দিকে অভিযোগ তুলল ইসলামাবাদ। সরতাজ আজিজের অভিযোগ, ‘‘এই ঘটনা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী। এর ফলে কাশ্মীরের জনমানসে পরিবর্তন আসতে পারে। এই মৃত্যুর ঘটনা পুরোপুরি বিচার বহির্ভূত। অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপুঞ্জের। ভবিষ্যতে যাতে এমন না ঘটে সে দিকেও নজর দেওয়া দিতে হবে।’’

আরও পড়ুন: রাতভর সংঘর্ষে খতম বুরহানের উত্তরসূরি সবজার

কূটনৈতিক মহল মনে করছে, অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতা থেকেই এই বিবৃতি। ক্রমেই দেশের মধ্যে কোণঠাসা হচ্ছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি মোদি-শরিফ বন্ধুত্ব নিয়েই আক্রমণ শানিয়ে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, ‘‘শরিফ-মোদীর বন্ধুত্ব কাশ্মীর ইস্যুর অপূরণীয় ক্ষতি করছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে নওয়াজ শরিফ কাশ্মীর ইস্যুকে গুলিয়ে ফেলছেন।’’ নিজের দেশের প্রধান বিরোধী দলের এই আক্রমণে নওয়াজের অস্বস্তি বাড়ছিল। শরিফের নির্দেশেই আজিজের এই বিবৃতি বলে মত কূটনৈতিক মহলের।

দিল্লির বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করার হুমকি সরতাজ আজিজের।— পিটিআইয়ের ফাইল চিত্র

ইতিমধ্যে একটি বিচ্ছিন্নতাবাদী সংবাদ সংস্থা প্রচার চালাচ্ছে, সবজার ও তার সঙ্গীকে গ্রেফতারের পরে ঠান্ডা মাথায় খুন করেছে ভারতীয় বাহিনী। সেই দাবি করছে একটি পাকিস্তানি চ্যানেলও। পাকিস্তানে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি কুলভূষণ যাদব ইস্যুতে হেগের আন্তর্জাতিক ন্যায় আদালতে ধাক্কা খেয়েছে শরিফ প্রশাসন। আদালতের নির্দেশে আপাতত কুলভূষণের ফাঁসি স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। এর ফলে স্বাভাবিকভাবেই দেশের ভিতরে আরও চাপ বেড়েছে নওয়াজ শরিফের উপর। সাবজার আহমেদ ইস্যুটি রাষ্ট্রপুঞ্জে নিয়ে গিয়ে কিছুটা মুখ রক্ষার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE