Advertisement
০৬ নভেম্বর ২০২৪

‘মোদী যখনই আমাকে কুকথা বলেন, তাঁকে আলিঙ্গন করতে ইচ্ছা হয়!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আক্রমণ করেন, তখনই তাঁকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয় রাহুল গাঁধীর।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০২:৪২
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আক্রমণ করেন, তখনই তাঁকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয় রাহুল গাঁধীর।

এই ভাষাতেই মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাখ্যা দিলেন রাহুল। ভুবনেশ্বরে আয়োজিত ‘ওড়িশা ডায়ালগ’-এ তিনি বলেন, ‘‘মোদী যখনই আমাকে কুকথা বলেন, তাঁর দিকে তাকাই। তখন তাঁকে আলিঙ্গন করতে ইচ্ছা হয়!’’

লোকসভা ভোট যত এগোচ্ছে, ততই বেড়ে চলেছে রাজনীতির চাপানউতোর। তবে তিনি যে রাজনীতিতে শালীনতা বজায় রাখায় বিশ্বাসী, এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তাঁর মন্তব্য, ‘‘বিভিন্ন বিষয় নিয়ে মোদীর সঙ্গে আমাদের মতভেদ রয়েছে। তাঁর সঙ্গে আমি লড়াই করছি, করব। তিনি যাতে আর প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই চেষ্টাও করব। তবে এটা বলতে পারি, মোদীকে আমি ঘৃণা করি না। তাঁর বলার অধিকার রয়েছে। আমি সেই সুযোগ দিই।’’

তবে তিনি এই মনোভাব নিয়ে চললেও বিজেপি ও আরএসএস তাঁকে কুকথা বলে চলেছে, সেই অভিযোগও এনেছেন রাহুল। তিনি বলেন, ‘‘আমার প্রাপ্তি হল বিজেপি ও আরএসএসের কুকথা। এসব থেকে আমি অনেক শিখেছি। এটাই আমাকে দেওয়া ওদের সব চেয়ে বড় উপহার।’’ রাহুল এ দিন দাবি করেন, বিরোধীরা যে ভাবে এককাট্টা হচ্ছেন, তাতে লোকসভা ভোটে হারতে হবে মোদীকে। প্রশ্ন হয়, ভোটের পরে মোদীকে তো তাহলে ফাঁকা বসে থাকতে হবে। তাঁর জন্য রাহুলের কী পরামর্শ রয়েছে? রাহুল জবাব দেন, মোদী কয়েক বার গীতা পড়ে দেখতে পারেন। অথবা স্বামী নিসর্গদত্তের ‘আই অ্যাম দ্যাট’ বইটিও পড়তে পারেন।

এ দিন মোদী সরকারকে নিশানা করে কংগ্রেস সভাপতির অভিযোগ, নর্থ ব্লক, সাউথ ব্লক সহ সরকারের প্রতিটি মন্ত্রককে নিয়ন্ত্রণ করছে আরএসএস। দেশের সবক’টি প্রতিষ্ঠানে নিজেদের প্রভাব ফেলতে চাইছে। এই বিশৃঙ্খলার ছাপ পড়ছে বিচারব্যবস্থাতেও।

সংবাদ সংস্থা

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Narendra Modi Odisha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE