প্রবীণ তোগাড়িয়া।
বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে শাসক শিবিরের ‘ভুল নীতি’র বিরুদ্ধে আজ থেকে অনশন শুরু করলেন প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। আক্রমণ
করলেন প্রধানমন্ত্রীকেও। তোগাড়িয়ার পাশাপাশি আজ সরকারের নীতির বিরুদ্ধে সরব হন মোদী-বিরোধী বিজেপি নেতা যশবন্ত সিন্হা। জাতীয় স্বার্থে সরকার বিরোধিতায় সরব হওয়ার জন্য লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর জোশী-সহ সমস্ত বিজেপি সাংসদকে মুখ খোলার আহ্বান জানান তিনি।
দলিত আইন লঘু করার প্রতিবাদে ইতিমধ্যেই দলীয় নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির পাঁচ সাংসদ-সহ একাধিক শরিক দলের নেতা। ওই ক্ষোভ উস্কে দিতে আজ সক্রিয় হন অটলবিহারী সরকারের প্রাক্তন মন্ত্রী। বিজেপির সমস্ত সাংসদকে লেখা চিঠির শুরুতেই তিনি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।
যশবন্তের কথায়, ‘‘২০০৪ সাল থেকে ইউপিএ সরকারের বিরুদ্ধে আমরা সংসদে ও সংসদের বাইরে যে লড়াই চালাই, রাজ্যে বসে কেউ-কেউ তার সুফল নেয়।’’ তিনি এ-ও লিখেছেন, ‘‘প্রতিশ্রুতি ও দাবি সত্ত্বেও যুবকেরা চাকরি পাচ্ছেন না। ঋণ খেলাপিরা টাকা না চুকিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে।’’ কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনায় অস্বস্তিতে ভুগছেন বিজেপি নেতৃত্ব। যশবন্তও লিখেছেন, ‘‘দেশে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংখ্যালঘুরা দল থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা অত্যাচারের শিকার হচ্ছেন।’’
আজ আমদাবাদ থেকে সরব হয়েছেন প্রাক্তন সঙ্ঘ নেতা প্রবীণ তোগাড়িয়াও। মোদীর বিদেশ যাত্রাকে কটাক্ষ করে তিনি আজ বলেন, ‘‘দেশের মহিলারা যখন অত্যাচারের শিকার হচ্ছেন, তখন প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy