জঙ্গি সংগঠনগুলির হাতে অর্থ দেওয়ার অভিযোগ আগে থেকেই ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও সে কাজ বন্ধ না করায় পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ বা ধূসর তালিকায় রেখে দিল আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থা বা এফএটিএফ। আর আন্তর্জাতিক সংস্থার এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত দিল্লি আজ এই সূত্র ধরে ইসলামাবাদের উপর চাপ বাড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক স্তরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কথা রাখেনি পাকিস্তান। তাদের মাটি থেকে সন্ত্রাসবাদ পাচার হচ্ছে সরকারি অর্থে। এ’টি বন্ধ করার জন্য সময়সীমা ধার্য করে এ বার কড়া ব্যবস্থা নিক এফএটিএফ।
বিবৃতিতে পাক জঙ্গি সংগঠনগুলির নাম করে বলা হয়েছে, ‘রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন এবং জঙ্গিদের অর্থ দেওয়া বন্ধ করার প্রশ্নে আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে। এই নিয়ে সর্বোচ্চ স্তরে রাজনৈতিক প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান। কিন্তু দেখা যাচ্ছে, হাফিজ সইদের মতো জঙ্গি এবং জামাত উদ দাওয়া, লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি পাকিস্তানের মাটিতে অবাধে বিচরণ করছে’। ভারতের বক্তব্য, ‘পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া এই সন্ত্রাস বন্ধ করতে এবং তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে গুরুত্ব দিতে এফএটিএফ সময়সীমা নির্দিষ্ট করে পদক্ষেপ করবে, এটাই আমাদের আশা’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy