কুলভূষণ যাদব।
কুলভূষণ যাদবের মা অবন্তিকা যাদবকে ভিসা দেওয়ার কথা ভাবছে পাকিস্তান। বৃহস্পতিবার সে দেশের সরকারি রেডিও চ্যানেলে এই কথা জানানো হয়েছে। তবে পাকিস্তান ভারতকে সরকারি ভাবে কিছু জানায়নি বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।
পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কূলভূষণের মামলা এখন আন্তর্জাতিক ন্যায় আদালতে চলছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে দেখা করতে চাইছে ভারত। কিন্তু পাকিস্তান সাড়া দেয়নি। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজকে ব্যক্তিগত ভাবে চিঠি লিখে কুলভূষণের মায়ের জন্য ভিসার আবেদন জানিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তান তাতেও কোনও সাড়া দেয়নি বলে দিন দুয়েক আগে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন সুষমা। এই অবস্থায় বৃহস্পতিবার সরকারি রেডিও চ্যানেলে পাকিস্তান জানিয়েছে, কুলভূষণের মাকে ভিসা দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। পাক বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ‘‘সরতাজ আজিজকে ব্যক্তিগত চিঠি লিখে কুলভূষণের মায়ের ভিসার জন্য আবেদন জানিয়ে কূটনৈতিক রীতি ভেঙেছেন ভারতীয় বিদেশমন্ত্রী।’’
যদিও ভিসা নিয়ে আশার আলো দেখছে না ভারত। এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, ‘‘এ বিষয়ে মিডিয়ার রিপোর্ট দেখেছি। কিন্তু পাকিস্তান সরকারি ভাবে কিছু জানায়নি। কূটনৈতিক চ্যানেলে খবর নেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy