তৃপ্তি : রাস্তায় দাঁড়িয়ে পাঁচ টাকায় ভাত। নিজস্ব চিত্র
মাত্র ৫ টাকায় ডাল-ভাত-সবজি! আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও গত দু’মাস ধরে এই কাজটিই করে চলেছেন শিলচরের এক দম্পতি। সকাল ৯টা থেকে বেলা ১১টা। রাঙ্গিরখাড়িতে লাইন পড়ে খাওয়ার জন্য। লাইনে ঠেলাচালক, রিকশাচালক, দিনমজুরই বেশি। হাতে হাতে ৫ টাকার বিনিময়ে খাবার প্লেট।
অর্ণব কর-অর্পিতা করের এই প্রয়াসের কথা জেনে স্বচক্ষে তা দেখতে ছোটেন জাদুকর পি সি সরকার। স্থানীয় এক সংস্থার আহ্বানে সাত দিনের জাদু প্রদর্শনী করতে ৩০ জুন এখানে এসেছেন তিনি।
ব্যস্ততার মধ্যেই সকালে গেলেন রাঙ্গিরখাড়িতে। খাবারের লাইন দেখে অবাক তিনি। কর দম্পতিকে জানিয়ে দেন, এ দিন যেন কারও কাছ থেকে টাকা নেওয়া না হয়। পরে ৬০০ প্লেটের হিসেবে ৩ হাজার টাকা মিটিয়ে দেয় আমন্ত্রক সংস্থা। জাদুকর নিজেও রাস্তায় দাঁড়িয়ে সকলের সঙ্গে ডাল-ভাত-সবজি খান।
অর্ণববাবু জানান, শুরুতে শ’দেড়েক প্লেট বিতরণের পরিকল্পনা ছিল। এখন ৫০০ প্লেটেও কুলোয় না। মাসে ৪-৫ দিন এ ভাবেই কেউ না কেউ এসে টাকা না নিতে বলেন। নিজেই মিটিয়ে দেন একদিনের খরচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy