এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা
খসড়াছুটদের ফের আবেদন করার ক্ষেত্রে পাঁচটি নথি বাতিল করার পক্ষে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্তাদের কাছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ দিল্লিতে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ও সলিসিটার জেনারেল তুষার মেটার উপস্থিতিতে হাজেলা তাঁর যুক্তি তুলে ধরে বলেন, কেন তিনি ওই পাঁচটি নথিকে তালিকার বাইরে রাখার জন্য সুপ্রিম কোর্টে সুপারিশ করেছেন।
ওই পাঁচটি নথিকে তালিকায় অন্তর্ভূক্ত করার দাবি জানায় রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও রাজ্যের দাবিতে সায় দেয়। সুপ্রিম কোর্ট হাজেলার মত জানতে চান। কেন তিনি এই সুপারিশ করছেন তা হাজেলা আদালতকে জানান। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিম্যানের ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে ৩০ অক্টোবরের মধ্যে কেন্দ্র ও রাজ্যের মত চায়।
তার আগে বিষয়টি বুঝতে চান কেন্দ্র ও রাজ্যের কর্তারা। তখনই সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে দিল্লিতে কেন্দ্র ও রাজ্যের কর্তাদের সামনে হাজেলাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার নির্দেশ দেয়। থাকতে বলা হয় অ্যাটর্নি জেলারেল ও সলিসিটার জেনারেলকেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy