নির্মলা সীতারামন। ফাইল চিত্র।
এক বারের জন্যেও কারোর নাম মুখে আনলেন না ঠিকই। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের খোঁচা বুঝিয়ে দিল, তাঁর নিশানায় পাকিস্তান। গতকাল দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘প্রতিবেশী দেশের মতো ভারত ‘ডার্টি বম্ব’-এ বিশ্বাস করে না।’’
বোমার ক্রমপর্যায় বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, হিরোশিমা, নাগাসাকির ক্ষত বুঝিয়ে দিয়েছিল, পরমাণু বোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি ঠিক কতটা ভয়ংকর! এরপর এসেছে রাসায়নিক বোমা। সর্বশেষ সংযোজন ‘ডার্টি বম্ব’। কি থাকে এই বাোমায়? তাঁদের বক্তব্য, নামে যেমন ‘ডার্টি’, কাজেও তা সে রকমই ভয়ঙ্কর। এই বোমার প্রথাগত বিস্ফোরকে মেশানো থাকেতেজস্ক্রিয় উপকরণ। পরমাণু বোমার সমতুল্য না হলেও এর প্রাণঘাতী ক্ষমতাও কম কিছু নয়।
পাকিস্তান যে ‘ডার্টি বম্ব’ তৈরি করছে, তা নিয়ে সংশয় নেই মার্কিন প্রশাসনের। তাদের আশঙ্কা, এ হাত- ও হাত ঘুরে ‘ডার্টি বম্ব’ যদি জঙ্গিদের হাতে গিয়ে পড়ে, তবে বিপদ অনিবার্য। এই প্রসঙ্গ টেনেই উদ্বেগ প্রকাশ করেছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘‘ভারত পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই করেনি ঠিকই। কিন্তু পরমাণু অস্ত্রের বিপদ সম্পর্কে যথেষ্ট সচেতন।’’
আরও পড়ুন: ৭ জঙ্গিকে মেরে মুক্ত বন্দি
পাকিস্তান যে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, অনুপ্রবেশ রুখতে সীমান্ত রক্ষী বাহিনী সব রকমের চেষ্টা চালাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy