Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

ফিরোজ-তাহেরের মৃত্যুদণ্ড, আবু-করিমুল্লার যাবজ্জীবন

দেড়টা থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে পর পর তেরোটা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের বাণিজ্য নগরী। তখনকার বম্বে। ২৫৭ জনের প্রাণ কেড়েছিল সেই ধারাবাহিক বিস্ফোরণ। গুরুতর আহত হয়েছিলেন সাতশোরও বেশি মানুষ।

মুম্বই বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজা হল আবু সালেমের।—ফাইল চিত্র।

মুম্বই বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজা হল আবু সালেমের।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৬
Share: Save:

চব্বিশ বছর আগের এক মার্চের দুপুর। দেড়টা থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে পর পর তেরোটা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের বাণিজ্য নগরী। তখনকার বম্বে। ২৫৭ জনের প্রাণ কেড়েছিল সেই ধারাবাহিক বিস্ফোরণ। গুরুতর আহত হয়েছিলেন সাতশোরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল সাতাশ কোটির সম্পত্তি। এই ভয়ঙ্করতম ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে গত ১৬ জুন বিশেষ টাডা আদালত আবু সালেম-সহ পাঁচ জনকে দোষী সব্যস্ত করেছিল। বাকি ছিল সাজা ঘোষণা। বৃহস্পতিবার সেই মামলার সাজা ঘোষণা করল বিশেষ টাডা আদালত।

আরও পড়ুন: গত ২৪ বছর, ফিরে দেখা মুম্বই হামলা

সেই ভয়ঙ্কর শুক্রবার: কী ঘটেছিল মুম্বইয়ে?

১০ বছরের জেল হল রিয়াজ সিদ্দিকির।

ফিরোজ খান ও তাহের মার্চেন্টকে মৃত্যুদণ্ড।

• পৌনে ১টা নাগাদ এই রায় শোনায় টাডা আদালত।

আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ড।

অভিযুক্ত করিমুল্লা খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লক্ষ টাকার জরিমানার সাজা শোনাল বিশেষ টাডা আদালত।

• বেলা সাড়ে এগারোটা নাগাদ আদালতে নিয়ে আসা হল অভিযুক্তদের।

• আবু সালেম, মুস্তাফা দোসা, ফিরোজ খান, তাহের মার্চেন্ট, রিয়াজ সিদ্দিকি, করিমুল্লা খানের সাজা ঘোষণা করা হবে।

• আজই মুম্বই হামলায় যুক্ত ছয় অভিযুক্তের সাজা ঘোষণা বিশেষ টাডা আদালতে।

• গত ১৬জুন বিশেষ টাডা আদালতে দোষী সব্যস্ত করা হয় আবু সালেম-সহ ছয় অভিযুক্তকে।

• রায় ঘোষণার দুই সপ্তাহ পরে মারা যান মুস্তাফা দোসা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE