Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Modi Oath Ceremony

শপথ নিলেন নরেন্দ্র মোদী, এলেন অমিত, বাংলা পেল ২ প্রতিমন্ত্রী বাবুল-দেবশ্রী

এ বারও প্রতিমন্ত্রী হিসেবেই শপথ নিয়েছেন আসানসোলের সাংসদ। সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার জায়গায় এসেছেন দেবশ্রী চৌধুরী। দু’জনই শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। 

মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৭:১৬
Share: Save:

দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিলেন ২৩ জন পূর্ণমন্ত্রী। এ রাজ্য থেকে এ বারও মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। রাজ্য থেকে নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন রায়গঞ্জ থেকে জয়ী দেবশ্রী চৌধুরী। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীদের শপথগ্রহণ হয়। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মোদীর মন্ত্রিসভায় ২৩ জন পূর্ণমন্ত্রীর মধ্যে নতুন মুখ ৭ জনই নুতন মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি সভাপতি অমিত শাহ। চমক বলতে প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। অরুণ জেটলি, সুষমা স্বরাজকে শারীরিক অসুস্থতার জন্য রাখা হয়নি মন্ত্রিসভায়। তবে বাদ পড়েছেন সুরেশ প্রভু, জে পি নাড্ডা, উমা ভারতী, মেনকা গাঁধী, অনন্ত গীতের মতো মন্ত্রীরা।

বাংলায় বিজেপির ব্যাপক সাফল্যের পর এমনকি পাঁচ জন মন্ত্রী হতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। বাবুল সুপ্রিয় পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন বলেও নানা মহল থেকে খবর আসছিল। কিন্তু শেষ পর্যন্ত আগের বারের চেয়ে মন্ত্রীর সংখ্যা বাড়েনি। পদোন্নতিও হয়নি বাবুলের। এ বারও প্রতিমন্ত্রী হিসেবেই শপথ নিয়েছেন আসানসোলের সাংসদ। সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার জায়গায় এসেছেন দেবশ্রী চৌধুরী। দু’জনই শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।

শপথ নিচ্ছেন বাবুল সুপ্রিয়। শপথের পর রাষ্ট্রপতি ভবনের নথিতে সই করছেন দেবশ্রী চৌধুরী। ছবি: টুইটার থেকে নেওয়া

• নিলেন দেবশ্রী চৌধুরী, তিনি রায়গঞ্জের সাংসদ

• প্রতাপ কুমার ষড়ঙ্গী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে শপথগ্রহণ

• শপথ নিলেন রামেশ্বর তেলি, তিনিও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন

• কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ সোম প্রকাশের

• রেণুকা সিংহ প্রতিমন্ত্রীর পদে শপথ নিলেন

• শপথ নিলেন বি মুরলীধরন

• রতন লাল কাটারিয়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন

• নিত্যানন্দ রায় প্রতিমন্ত্রীর শপথ নিলেন

• প্রতিমন্ত্রীর শপথ নিলেন সুরেশচন্দ্র বসপ্পা

• শপথ নিলেন অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি

• প্রতিমন্ত্রীর শপথ নিলেন সঞ্জয় ধোত্রে

• সঞ্জীব বালিয়ান শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসেবে

• কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়

• সাধ্বী নিরঞ্জন জ্যোতি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন

• রামদাস অটওয়ালে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন

• প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুরুষোত্তম রূপালা

• জি কিষান রেড্ডি শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে

• প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাও সাহেব দানবে

• কৃষ্ণ পাল গুর্জর শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসাবে

• প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভি কে সিংহ

• অর্জুন রাম মেঘওয়াল রাষ্ট্রমন্ত্রীর পদে শপথ নিলেন

• অশ্বিনী কুমার চৌবেও প্রতিমন্ত্রীর পদে শপথ নিলেন

• ফগ্গন সিংহ কুলস্তে শপথ নিলেন প্রতিমন্ত্রীর

• প্রতিমন্ত্রীর শপথ নিলেন মনসুখ মাণ্ডব্য

• হরদীপ সিংহ পুরী প্রতিমন্ত্রীর শপথ নিলেন

• প্রতিমন্ত্রীর শপথ নিলেন রাজকুমার সিংহ

• প্রহ্লাদ সিংহ প্যাটেলও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন

• আগের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিরেণ রিজিজু, এ বারও প্রতিমন্ত্রী হিসাবেই শপথ নিলেন তিনি

• জিতেন্দ্র সিংহও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শপথ নিলেন

• কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শপথ নিলেন শ্রীপদ যশোনায়ক

• ইন্দ্রজিৎ সিংহ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন

• প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন সন্তোষ কুমার গাঙ্গোয়ার

• গজেন্দ্র সিংহ শেখাওয়াত মন্ত্রীর শপথ নিলেন

• শপথবাক্য পাঠ করলেন গিরিরাজ সিংহ

• কেন্দ্রীয় মন্ত্রীর শপথ অরবিন্দ সবন্তের

• শপথ নিলেন মহেন্দ্রনাথ পাণ্ডে

• শপথ নিলেন প্রহ্লাদ যোশী

• শপথবাক্য পাঠ করলেন মুক্তার আব্বাস নকভি

• শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান

• কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন পীযূষ গয়াল

• মোদী-১ মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রকাশ জাভড়েকর। এ বার ফের শপথ নিলেন তিনি

• আগের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ফের মন্ত্রীত্বের শপথ নিলেন হর্ষ বর্ধন

• শপথ নিলেন অমেঠীর সাংসদ স্মৃতি জুবিন ইরানি

• ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন

• শপথ নিলেন রমেশ পোখরিয়াল নিশান্ত

• শপথ নিলেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর, তিনি প্রাক্তন বিদেশ মন্ত্রী

• থবর চন্দ গহলৌত শপথ নিলেন

• শপথ নিলেন হরসিমরত কউর বাদল

• কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন রবিশঙ্কর প্রসাদ

• শপথ নিলেন নরেন্দ্র সিংহ তোমর

• শপথ নিলেন এলজেপি সুপ্রিমো তথা হাজিপুরের সাংসদ রামবিলাস পাসোয়ান

• শপথ নিলেন নির্মলা সীতারমণ, মোদী-১ মন্ত্রিসভায় তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন

• কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন সদানন্দ গৌড়া

• শপথ নিলেন নীতীন গডকড়ী, আগের মন্ত্রিসভায় তিনি সড়ক পরিবহণ, জাহাজ সহ একাধিক দফতর সামলেছেন

• শপথ নিলেন বিজেপি সভাপতি অমিত অনিলচন্দ্র শাহ। প্রথম বার মন্ত্রী হচ্ছেন তিনি

• শপথ নিলেন রাজনাথ সিংহ। তিনি আগের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন

• প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী, মন্ত্রিত্ব ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

• জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু শপথগ্রহণ অনুষ্ঠান শুরু

• মঞ্চে এসে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

• দর্শকাসনে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী

• রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন

• গাড়ি থেকে বেরিয়ে শপথগ্রহণের মঞ্চে পৌঁছলেন নরেন্দ্র মোদী

• রাষ্ট্রপতি ভবনে পৌঁছল নরেন্দ্র মোদীর কনভয়। আর কিছুক্ষণের মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে

• দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গুলাম নবি আজাদ পৌঁছলেন রাষ্ট্রপতি ভবনে

• মন্ত্রিসভায় আসতে পারেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর

• রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী

• মন্ত্রিসভায় থাকছে না জেডিইউ সাংসদরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বিজেপি থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা মানা সম্ভব নয়। উল্লেখ্য, নীতীশ দাবি করেছিলেন দু’জন মন্ত্রীর। কিন্তু বিজেপি তথা এনডিএ-র নীতি, শরিক দল থেকে এক জন করে মন্ত্রী করা হবে।

• মঞ্চে পাশাপাশি বসেছেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নিতিন গডকড়ী। রয়েছেন নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি সহ শীর্ষ মন্ত্রীরা।

রাষ্ট্রপতি ভবনে অমিত

রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন অমিত শাহ। তিনি যে প্রধানমন্ত্রীর সঙ্গেই শপথ নেবেন, সেই খবর নিশ্চিত। এ বার রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন বিজেপি সভাপতি।

রাইসিনা হিল‌্সে অভ্যাগতরা

সময় যত এগোচ্ছে, চড়ছে উত্তেজনার পারদ। রাষ্ট্রপতি ভবনে বাড়ছে ভিড়। অতিথি অভ্যাগতদের অনেকেই পৌঁছে গিয়েছেন শপথগ্রহণ মঞ্চের সামনে।

মন্ত্রী অমিত শাহ

মন্ত্রিসভায় আসছেন অমিত শাহ। এই খবর নিশ্চিত করলেন গুজরাতের বিজেপি সভাপতি জিতু বাঘানি। তবে এখনও মন্ত্রক নিয়ে জল্পনা স্পষ্ট হয়নি।

বাংলার ৩

মন্ত্রিসভায় নিশ্চিত আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর পদোন্নতিও হতে পারে। পেতে পারেন পূর্ণ মন্ত্রক। আগের বারের মন্ত্রী ও সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার মন্ত্রিত্বও কার্যত নিশ্চিত। অন্য দিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও মন্ত্রিত্ব পাচ্ছেন। ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের কাছ থেকে শপথ নেওয়ার জন্য ফোন এসেছে বলে দেবশ্রী নিজেই জানিয়েছেন।

বাংলায় শপথ

রাষ্ট্রপতি ভবনে বাংলায় শপথ নেবেন বাংলার মন্ত্রীরা। বিজেপি শীর্ষ নেতৃত্বই বাংলার সাংসদরা যাঁরা মন্ত্রিত্বের শপথ নেবেন, তাঁদের এই নির্দেশ দিয়েছেন। ফলে শপথগ্রহণেও বাঙালিয়ানার ছাপ থাকছে।

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী। আজ তার সাংবিধানিক আনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদীর সঙ্গে অন্য মন্ত্রীরাও শপথ নেবেন। বাংলা থেকেও মন্ত্রিসভায় অন্তত তিন জনের আসন নিশ্চিত। সন্ধ্যা ৭টায় শপথ নেবেন মোদী। তার পর একে একে অন্য মন্ত্রীরাও শপথ নেবেন।

শপথগ্রহণ ঘিরে রাইসিনা হিলসে চলছে বিপুল আয়োজন। অতিথি-অভ্যাগতরা ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। ২০১৪ সালের আগে পর্যন্ত এই শপথগ্রহণের অনুষ্ঠান হত রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদীর শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

বিভিন্ন দেশের রাষ্ট্রপধান, শিল্পপতি, বিশিষ্টরা মিলিয়ে অতিথির সংখ্যা প্রায় আট হাজার। ইতিমধ্যেই অতিথিদের প্রায় সবাই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। এ রাজ্য থেকে উপস্থিত রয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথগ্রহণে যোগ দেওয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত বদল করেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE