প্রবীণ তোগাড়িয়া।
সকাল থেকে নিখোঁজ ছিলেন। সন্ধেয় খোঁজ মিলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়ার। অমদাবাদের শাহিবাগ এলাকায় অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে। ভিএইচপি নেতাকে ভর্তি করা হয়েছে অমদাবাদের চন্দ্রামনি হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছেন, তোগাড়িয়ার জ্ঞান ফিরে এসেছে। তবে তাঁর রক্তে শর্করার পরিমাণ খুবই কম। তাঁর যা শারীরিক অবস্থা, তাতে কোনও বিবৃতি দেওয়ার অবস্থায় তিনি নেই। পুলিশের এক কর্তা জানিয়েছেন, সকাল দশটা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদের দফতর থেকে অটোতে চেপেছিলেন তোগাড়িয়া। তার পরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। যদিও তিনি জেড প্লাস স্তরের নিরাপত্তা পান। এর আগে, বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে, সকাল ১০টা থেকে তোগাড়িয়ার খোঁজ মিলছে না। রাজস্থান পুলিশ অনেক পুরনো একটি মামলায় তাঁকে আটক করে রেখেছে বলেও দাবি করেন ভিএইচপি মুখপাত্র জয় শাহ। সরকেজ-গাঁধীনগর হাইওয়ে অবরোধ করেন ভিএইচপি-র কর্মী-সমর্থকেরা। পরে তোগাড়িয়াকে খুঁজে বের করতে রাজস্থান, গুজরাত ও কেন্দ্র সরকারের কাছে আর্জি জানায় ভিএইচপি। তোগাড়িয়াকে আটক করার অভিযোগ যদিও অস্বীকার করেছিল রাজস্থান পুলিশ। তোগাড়িয়ার বিরুদ্ধে ২০১৫-র একটি মামলায় সোমবারই পরোয়ানা জারি হয়েছে। রাজস্থান পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল তাদের একটি দল। কিন্তু তিনি বাসভবনে ছিলেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy