দীপক মিশ্র। ফাইল চিত্র।
চার প্রবীণ সতীর্থ বিদ্রোহ করেছেন। সংসদে এসেছে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব। বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে সংঘাত চলছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে আজ সর্বোচ্চ আদালতে ঐক্যের পক্ষে সওয়াল করলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।
দিল্লিতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি মিশ্র বলেন, ‘‘সুপ্রিম কোর্ট একটাই। বার আমাদের লালন করে। বয়স এবং পদমর্যাদা যা-ই হোক, বারের সদস্যদের সম্মান করাটা বিচারপতিদের কর্তব্য। আমি নিজেও তা-ই করি।’’ আইনজীবীদের সংগঠন তথা বার এবং বেঞ্চ তথা বিচারপতিদের মধ্যে সুসম্পর্কের উপরে জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘বারের অনুরোধ মানে আমাদের কাছে নির্দেশ।’’
অনুষ্ঠানটি ছিল বিচারপতি আর কে অগ্রবালের বিদায় সংবর্ধনার। বিদ্রোহী বিচারপতিদের মধ্যে তিন জন— বিচারপতি জাস্তি চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি কুরিয়ান জোসেফ এ দিনের অনুষ্ঠানে ছিলেন না। বিচারপতি অগ্রবালকে ‘গভীর আধ্যাত্মিক মানুষ’ আখ্যা দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘আধ্যাত্মিক না হলে আপনি নৈঃশব্দ্য শিখতে পারবেন না। অনেক সময়ে নৈঃশব্দ্যই হয়ে ওঠে অলঙ্কারপূর্ণ যুক্তিজাল। আবার অলঙ্কারপূর্ণ যুক্তিজালও কখনও কখনও অর্থহীন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy