Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সার্জিক্যাল স্ট্রাইকে ক্ষতি বেশি লস্করের

ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবা। পাক সেনা এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর রেডিও-বার্তায় আড়ি পেতে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ০২:০৭
Share: Save:

ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবা। পাক সেনা এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর রেডিও-বার্তায় আড়ি পেতে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনা।

২৯ সেপ্টেম্বর রাতে কাশ্মীরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের চারটি লঞ্চপ্যাডে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। হিজবুল, জইশ ও লস্কর, এই তিন জঙ্গি সংগঠনই সেই হানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে লস্করের অন্তত ২০ জন জঙ্গি ভারতীয় সেনার হামলার মারা যায়। লস্করের ক্ষতিই যে সব চেয়ে বেশি হয়েছে, তা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে আসা স্পেশ্যাল ফোর্সও জানত। কিন্তু পাকিস্তান এই আক্রমণের কথা সম্পূর্ণ অস্বীকার করায় আরও অকাট্য তথ্যপ্রমাণ হাতে আসার অপেক্ষায় ছিল সেনা।

পাকিস্তান শুধু জানায়, দুই দেশের মধ্যে গুলির লড়াইয়ে দুই পাক জওয়ানের মৃত্যু হয়েছে। ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র ভিডিও ফুটেজ ভারতের কাছে ছিলই। কিন্তু আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও-বার্তায় আড়ি পাতা শুরু হয়। রেকর্ড করে রাখা হয় সেই সব বার্তাও। সেনাবাহিনী জানিয়েছে, কুপওয়ারা সেক্টরের উল্টো দিকে, নিয়ন্ত্রণরেখার ও পারে যে এলাকা, তার নাম দুদনিয়াল। এই দুদনিয়াল সেক্টরের খুব কাছেই কেল সেক্টর। এই দুই সেক্টরে ভারতীয় স্পেশ্যাল ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত ১০ জন লস্কর জঙ্গি মারা পড়ে। একই ভাবে পুঞ্চ সেক্টরের উল্টো দিকে বালনোই লঞ্চ প্যাডে অন্তত ৯ জন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে।

সেনা সূত্রের খবর, ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ফেরার পরেই পাক সেনা গোটা এলাকা ঘিরে ফেলে। গোপনে জঙ্গিদের দেহ সরানোর কাজ শুরু হয়। শুধু তাই নয়, নীলম উপত্যকায় জঙ্গিদের মৃতদেহ গণকবর দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। গোয়েন্দাদের মতে, সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ধামাচাপা দিতেই পাক সেনার এই তৎপরতা। এই ঘটনার পরেই নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী এলাকা থেকে তড়িঘড়ি জঙ্গি শিবিরগুলিকে পাকিস্তানের ভেতরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা না মানলেও পাক সেনা নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা জোরদার করে ফের ভারতীয় হামলা রোখার প্রস্তুতি চালাচ্ছে। দিন কয়েক আগেই পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে পাক সেনার শিবির ঘুরে দেখে দুই শীর্ষ জঙ্গিনেতা হাফিজ সইদ ও সৈয়দ সালাউদ্দিন। যদিও হাফিজের সংগঠন জামাত উদ দাওয়ার তরফে এ কথা অস্বীকার করা হয়েছে। রবিবার পাক সেনাপ্রধান রাহিল শরিফ কয়েকটি শিবির ঘুরে দেখেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE