Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ক্ষতিপূরণ চেয়ে জেলাশাসকের কাছে জমিদাতারা

জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি দেওয়ার ৪ বছর পরও ক্ষতিপূরণ না পেয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন জমিদাতারা।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share: Save:

জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি দেওয়ার ৪ বছর পরও ক্ষতিপূরণ না পেয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন জমিদাতারা।

প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের নেতৃত্বে আজ দক্ষিণ হাইলাকান্দির ওই জমিদাতারা হাইলাকান্দির জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানান। রাহুলবাবু এ নিয়ে জেলাশাসককে স্মারকপত্র দিয়েছেন। তাতে বলা হয়েছে— ১৫৪ নম্বর ধলেশ্বর–ভৈরবী জাতীয় সড়ক নির্মাণের সময় শিলচরের পুর্ত (এনএইচ) বিভাগের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। প্রায় ৫০০ পরিবার জমি দিয়েছিলেন। ওই সব জমিতে বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কৃষিজমিও ছিল। জমিদাতাদের আশ্বাস দেওয়া হয়েছিল, তাঁরা সরকারি দর মেনেই ক্ষতিপূরণ পাবেন। কিন্তু বার বার সংশ্লিষ্ট দফতরে গেলেও ক্ষতিপূরণের টাকা পাননি। এ ভাবে ৪ বছর কেটে গিয়েছে। শেষে রাহুলবাবুর কাছে গেলে তিনি সকলকে নিয়ে জেলাশাসকের দফতরে যান। জেলাশাসক তাঁদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রাহুলবাবু বলেন, ‘‘শেষ সম্বলটুকু দিয়ে অসহায় হয়ে পড়েছে ওই সব পরিবার।’’

অন্য বিষয়গুলি:

Land owners national highway NH4 hailakandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE