প্রতীকী ছবি।
এক সঙ্গে উপগ্রহ উত্ক্ষেপণের সাফল্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল আগেই। এ বার আরও এক নতুন পদক্ষেপ করতে চলেছে ইসরো। ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চিনের ঠিক পরেই। কিন্তু ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে। এ বার এ দিকটাতেও নজর দিতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি।
ইসরো-র চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, দেশে ইন্টারনেটের স্পিড বাড়াতে তিনটি যোগাযোগকারী উপগ্রহের উত্ক্ষেপণ করবেন তাঁরা। আগামী জুনে উত্ক্ষেপণ করা হবে জিস্যাট-১৯ উপগ্রহটি। এবং তার পরে ধাপে ধাপে উত্ক্ষেপণ করা হবে জিস্যাট-১১ ও জিস্যাট-২০ উপগ্রহ দু’টি।
কী ভাবে কাজ করবে উপগ্রহগুলি?
কুমার জানান, ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য ‘মাল্টিপল স্পট বিম’ ব্যবহার করবে উপগ্রহগুলি। এই ‘বিম’গুলোক আওতায় থাকবে গোটা দেশ।
কী এই ‘স্পট বিম’?
ইসরো সূত্রে জানানো হয়েছে, এগুলো উপগ্রহের এক ধরনের সিগন্যাল। উপগ্রহের উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টেনার মাধ্যেমে এই বিমগুলো পাঠানো হয়। একটি জায়গায় কেন্দ্রীভূত হয় এই বিমগুলো, যাতে পৃথিবীর সীমিত জায়গার উপর সেগুলো কাজ করতে পারে। যত সূক্ষ্ম হবে ততই শক্তিশালী হবে বিমগুলো। ছোট ছোট এলাকার উপর এই বিমগুলোকে কাজে লাগাবে উপগ্রহগুলি।
আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-এর ডিরেক্টর তপন মিশ্র জানান, উপগ্রহগুলি এক বার কাজ শুরু করে দিলে দেশে ইন্টারনেটের স্পিড বহু গুণ বেড়ে যাবে। তিনি আরও জানান, উত্ক্ষেপিত হওয়া আগের জিস্যাট উপগ্রহগুলোর ডেটা রেট প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট। সেখানে জিস্যাট-১৯-এর ডেটা ট্রান্সফারের ক্ষমতা হবে প্রতি সেকেন্ডে ৪ গিগাবাইট। যা চারটি উপগ্রহের ডেটা ট্রান্সাফার রেটের সমান। অন্য দিকে, জিস্যাট-১১ উত্ক্ষেপণ করা হলে সেটির ডেটা ট্রান্সফার রেট হবে প্রতি সেকেন্ডে ১৩ গিগাবাইট। ১৬টি বিম ব্যবহার করবে এই উপগ্রহটি। ২০১৮-র শেষের দিকে জিস্যাট-২০ উক্ক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছেন মিশ্র।
ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-র সমীক্ষা বলছে, আগামী জুনের মধ্যেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৫-৪৬ কোটিতে পৌঁছবে। দিনে দিনে যে হারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ স্পিডের ক্ষেত্রে খুব একটা ভাল জায়গায় না থাকার কারণে সে দিকে জোর দেওয়া হচ্ছে বলেই ইসরো সূত্রে খবর। এক মার্কন সার্ভিস প্রোভাইডারের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতে ইন্টারনেটের গড় স্পিড ৪.১ এমবিপিএস। বিশ্বের দ্রুততম ইন্টারনেট স্পিডের দেশগুলির তালিকায় ভারত ১০৫ নম্বরে।
কোন কোন দেশে ইন্টারনেটের স্পিড কত দেখে নেওয়া যাক— দক্ষিণ কোরিয়া (২৬.৩ এমবিপিএস)। হংকং (২০), ভিয়েতনাম (৬.৩), শ্রীলঙ্কা (৬), চিন (৫.৭)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy