ভারতে লোন উল্ফ অ্যাটাকের ছক কষা হচ্ছে। (প্রতীকী ছবি)
গুজরাত থেকে দুই সন্দেহজনক আইএস জঙ্গিকে গ্রেফতার করল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। তারা ‘লোন উল্ফ অ্যাটাক’ বা একক আত্মঘাতী হামলার ছক কষছিল এবং তার জন্য বিস্ফোরক জোগাড় করা শুরু করেছিল বলে এটিএসের দাবি। ধৃতদের নাম ওয়াসিম এবং নথিন, তারা দুই ভাই।
গুজরাতের রাজকোট এবং ভাবনগর থেকে ওয়াসিম এবং নথিনকে গ্রেফতার করা হয়েছে। গুজরাত এটিএসের যুগ্ম কমিশনার আইকে ভট্ট সাংবাদিক বৈঠক করে এই দু’জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন। আইএস-এর সঙ্গে এই দু’জনের যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি। বাজি কারখানাগুলির সঙ্গে যোগাযোগ করে এই দুই ভাই রাসায়নিক বিস্ফোরক সংগ্রহ করছিল বলেও এটিএস জানতে পারে। বিশেষ অভিযান চালিয়ে প্রথমে রাজকোট থেকে ওয়াসিমকে এবং তার পরে ভাবনগর থেকে নথিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গুজরাত-সহ দেশের নানা অংশে নাশকতার ছক কষছিল এই দুই সন্দেহভাজন। তারা মূলত লোন উল্ফ অ্যাটাকের চক্রান্ত করেছিল। অর্থাৎ একক ভাবেই কোনও এলাকায় আত্মঘাতী হানা চালাবে বলে তারা ঠিক করেছিল। এটিএসের কাছে তেমনই তথ্য রয়েছে।
এ বার ভারতই তাদের নিশানা, ভারতে শিকড় ছড়াতে চাইছে আইএস। জানিয়েছেন আইএস-এর কবল থেকে উদ্ধার পেয়ে সদ্য দেশে ফেরা চিকিৎসক। (প্রতীকী ছবি)
আইএস-এর কারাগার থেকে মুক্তি পাওয়া এক ভারতীয় চিকিৎসক শনিবারই জানিয়েছেন, আইএস এ বার নিশানা করেছে ভারতকে। কে রামমূর্তি নামে ওই চিকিৎসককে আইএস জঙ্গিরা অপহরণ করেছিল বছর দেড়েক আগে। চলতি মাসের ১৪ তারিখ আইএস শিবির থেকে তিনি উদ্ধার পান। শনিবারই তিনি দিল্লি পৌঁছন এবং দেশের সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানান যে আইএস এ বার ভারতকেই তাদের নিশানা করতে চলেছে। ভারতের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতি সম্পর্কে আইএস জঙ্গিরা বিশদে খোঁজখবর রাখে বলে তিনি জানান। আইএস এ বার ভারতে নিজেদের শিকড় ছড়ানোর কাজ শুরু করতে চায় বলেও চিকিৎসকের দাবি। এই খবর প্রকাশ্যে আসার পর দিনই গুজরাত থেকে দুই সন্দেহভাজন আইএস জঙ্গি পুলিশের জালে পড়ল।
আরও পড়ুন: ভারত টার্গেটে রয়েছে আইএসের, বললেন মুক্তি পাওয়া চিকিৎসক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy