ধাক্কা মারার সময় (বাঁ দিকে)। ধাক্কা মারার পর ছিটকে পড়েছেন বাইক আরোহী ও তাঁর স্ত্রী। মেয়েটিকে নিয়ে ছুটছে বাইক।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও হয়তো কম বলা হবে।শুক্রবার বেঙ্গালুরুতেএক বাইক দুর্ঘটনার ভিডিয়ো ফুটেজ অন্তত তেমনটাই বলছে।
বাইকে স্ত্রী, মেয়েকে নিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্ত্রী পিছনের সিটে ছিলেন। বাইকের সামনে ছিল বছর পাঁচেকের মেয়েটি। নেলামঙ্গলা থেকে টুমাকুরু-বেঙ্গালুরু হাইওয়ে ধরে শহরের দিকে যাচ্ছিলেন তাঁরা। তখন বিকেল ৪টে।
হাইওয়ে ধরে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। হাইওয়ের বাঁ দিকের লেন ধরেই যাচ্ছিলেন। আরিসিনাকুন্তে গ্রামের কাছে সামনে থাকা একটা স্কুটিকে ওভারটেক করতে গিয়ে বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে। স্কুটিচালক ছিটকে পড়েন। তার ঠিক হাত দুয়েক দূরেই বাইক থেকে কিছুটা শূন্যে উঠে রাস্তায় ছিটকে পড়েন মহিলা। তার পরই আছড়ে পড়তে দেখা যায় ওই ব্যক্তিকে।
দেখুন সেই ভিডিয়ো
কিন্তু মেয়েটির কী হল?
বাইক আরোহী ও তাঁর স্ত্রী ছিটকে পড়লেও বাইকের সামনে মেয়েটি যে অবস্থায় বসে ছিল, সেই অবস্থাতেই বাইকটি মেয়েটিকে নিয়ে প্রায় ২০০ মিটার ছুটে যায়! তবে গতি কিন্তু সেই একই ছিল। রাস্তার মাঝে এমন এক দৃশ্য দেখে বাকি গাড়িচালকেরাও হতবাক হয়ে যান। বাইকটি প্রথমে একটি লরির পিছনে ধাক্কা মারতে মারতেও কোনওক্রমে রক্ষা পায়।মেয়েটিকে বাইকের উপরে ওই অবস্থায় দেখে রাস্তার বাকি গাড়িগুলোও সরে যায় যাতে ধাক্কা লেগে বাচ্চাটির কোনও ক্ষতি না হয়। ২০০ মিটার যাওয়ার পর বাইকের গতি ধীরে ধীরে কমে আসে। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। বাচ্চাটি পড়ে যায় ঘাসে ঢাকা বুলেভার্ডে। সামান্য আঘাত লাগে। আশপাশের লোকেরা ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করেন। তার চিকিৎসা করানো হয়। স্কুটি চালক ও বাইক আরোহীর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।বাইকআরোহীর চোট লাগলেও ঘটনার পরই সেখান থেকে স্ত্রী ও মেয়েকে ফেলে পালায়।
গোটা ঘটনাটি ধরা পড়েছে হাইওয়েরই একটি গাড়ির ড্যাশক্যামে। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ের বহুতলে ভয়াল আগুন, মৃত ৪, আটকে এখনও অনেকে
আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষককে নগ্ন করে হাঁটানো হল রাস্তায়
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy