ছবি: শাটারস্টক
ইলেক্ট্রনিক কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিকে আরও বেশি সুরক্ষিত ও নির্ভরযোগ্য করতে নিয়ে এল নতুন সফটওয়্যার। ‘সিকিওর ম্যানুফাকচারিং সফটওয়্যার’ (এসএমএস) নামের এই সফটওয়্যার ইভিএম ছাড়াও সুরক্ষা দেবে ভোটারদের ভেরিফিকেশন বা চিহ্নিতকরণ করার কাজেও। ২০১৯ লোকসভা নির্বাচনেই এই নয়া সুরক্ষা যুক্ত প্রযুক্তি ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
ইভিএমের সংবেদনশীল তথ্য এই প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে ইসিআইএল-এর তরফে। এ ছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে অবৈধ ভাবে ইভিএম বন্ধ করে দেওয়া, তথ্য সরানো বা মুছে দেওয়ার মতো ঘটনাও নিশ্চিহ্ন করা যাবে বলে মত কর্তাদের। এ ছাড়াও জানা যাবে ইভিএমটি কোথায় আছে সেটিও।
নয়া ব্যবস্থায় ইভিএমটিতে তথ্য প্রদানের সময় কোনও ভুল হলে বা বেআইনি ভাবে সেটি ব্যবহার করতে গেলে এই প্রযুক্তির মাধ্যমে তাতে সুরক্ষা সংকেত বেজে উঠবে, জানিয়েছে ইসিআইএল। সম্প্রতি বারবার ইভিএম ‘হ্যাক’ করে জালিয়াতির অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু নির্বাচন কমিশন বারবারই জানিয়েছিল যে ইভিএম প্রযুক্তি সম্পূর্ণ সুরক্ষিত। কোনও ভাবেই ইভিএম ‘হ্যাক’ করে জালিয়াতি করা সম্ভব নয়। ইসিআইএল-এর এই নয়া প্রযুক্তি তাই এবার নির্বাচন কমিশনের হাত আরও শক্ত করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: ‘জোশ’ অনেক, ‘জব’ কোথায়? বিজেপিকে পাল্টা খোঁচা কংগ্রেসের
আরও পড়ুন: মিরজাফর, জয়চাঁদের মতো বিশ্বাসঘাতক আমির -নাসিরুদ্দিন! আক্রমণ আরএসএস নেতার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy