প্রতীকী ছবি।
আগামী জুলাইয়ে নতুন ডাবল ডেকার ট্রেন চালু করবে রেল। রাতভর সফরের জন্য এই ট্রেন চালু করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। ট্রেনটির নাম দেওয়া হয়েছে উত্কৃষ্ট ডাবল-ডেকার এসি যাত্রী (উদয়) এক্সপ্রেস।
রেল সূত্রে আরও জানানো হয়েছে, দিল্লি-লখনউয়ের মতো যে সব রুটে যাত্রীদের চাহিদা বেশি, সেই রুটেই চালানোর চিন্তা-ভাবনা চলছে। প্রতিটি কামরা অত্যাধুনিক ব্যবস্থায় সজ্জিত থাকবে। থাকবে এলসিডি টিভি, ওয়াই-ফাই স্পিকার সিস্টেম, কোল্ড ড্রিঙ্ক, চা-কফির জন্য স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন।
আরও পড়ুন: ‘কেন টোল ফি দেব?’ প্রশ্ন তুলে ভাঙচুর সাংসদের ছেলের
যাত্রীদের পকেটও বাঁচাবে এই ট্রেন। কেননা, এসি থ্রি টিয়ারের থেকেও এর ভাড়া কম হবে বলে জানিয়েছেন রেলের এক শীর্ষ আধিকারিক। রাতভরের সফর হলেও কোনও কামরায় স্লিপিং বার্থ থাকবে না। তবে যাত্রীরা যাতে আরামে বসতে পারেন তার জন্য এক একটি আসনেই যথেষ্ট জায়গা থাকবে। খাবারের ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে প্রতিটি কামরায় ফুড ভেন্ডিং মেশিনের ব্যবস্থা থাকবে। আগে থেকে রান্না করা গরম খাবার সেই ভেন্ডিং মেশিন থেকে নিয়ে যাত্রীরা খেতে পারবেন।
এর আগে হাওড়-ধানবাদ ডাবল-ডেকার ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy