Advertisement
০৬ নভেম্বর ২০২৪

কংগ্রেসের বিক্ষোভ

শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ নাথ এবং রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুতুল পুড়ল হাইলাকান্দিতে। যুব কংগ্রেস, এনএসইউআই সদস্যরা ওই কর্মসূচিতে সামিল ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০৩:০৫
Share: Save:

শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ নাথ এবং রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুতুল পুড়ল হাইলাকান্দিতে। যুব কংগ্রেস, এনএসইউআই সদস্যরা ওই কর্মসূচিতে সামিল ছিলেন। তাঁরা জানান, রাজ্যে মূল্যবৃদ্ধি কর বাড়ানোর বিরুদ্ধে হিমন্তের কুশপুতুল পোড়ানো হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবসে ওই সংগঠনের পতাকা উত্তোলন করেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সে জন্য পুড়েছে তাঁর কুশপুতুল। এ দিন হাইলাকান্দির কংগ্রেস ভবন থেকে মিছিল করে তাঁরা নেতাজি চৌমাথায় জড়ো হয়ে হিমন্ত ও দিলীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। হাইলাকান্দির যুব কংগ্রেস সভাপতি ফকরুল ইসলাম, আলগাপুরে যুব কংগ্রেস সভাপতি নাকিউজ জামান বড়ভুঁইঞা সামিল ছিলেন।

অন্য বিষয়গুলি:

Assam University Demonstration Congress Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE