অমেঠিতে রাহুল। ছবি: পিটিআই।
নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠী থেকে রাজ্যওয়াড়ি ভোট সফর শুরু করলেন রাহুল গাঁধী। ‘অমেঠীর সাংসদ, দেশের প্রধানমন্ত্রী’, ‘এখন জিতেছি তিন রাজ্য, এর পর জিতব পুরো দেশে’, ‘স্বাগত আগামী দিনের প্রধানমন্ত্রী’— এমন নানা পোস্টারে অমেঠী আজ ছয়লাপ। দু’দিনে জনসভা ছাড়াও দলীয় কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি।
উত্তরপ্রদেশে জোট বেঁধে ভোটে লড়বেন মায়াবতী ও অখিলেশ যাদব। সেই প্রসঙ্গে আজ অমেঠীর এক জনসভায় রাহুল বলেন, ‘‘বিজেপিকে হারাতে এই জোট বেঁধেছে সমাজবাদী পার্টি ও বিএসপি। আমাদের সঙ্গে তাদের কোনও বিরোধিতা নেই। আসল কথা বিজেপি বিরোধিতা। এস পি, বিএসপি-র যেখানে প্রয়োজন হবে, সেখানে কংগ্রেস তাদের সাহায্য করতে প্রস্তুত।’’ উত্তরপ্রদেশের সাধারণ মানুষের উদ্দেশে রাহুলের বার্তা, ‘‘আপনারা রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনে অনেক সময় নষ্ট করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে সরিয়ে দিন। এ রাজ্যের যুব সম্প্রদায় দেখেছে, কী ভাবে দুর্নীতি রাজ্যটির ক্ষতি করেছে। বিজেপি সমর্থকেরাও দলের উপর আস্থা হারাচ্ছেন। আমরা চাই উত্তরপ্রদেশ দেশের এক নম্বর রাজ্য হোক। এবং সেই দিশা দেখাতে পারে কংগ্রেসই। ’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy