Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মিলবে স্টেন্ট, আশ্বাস বৈঠক

হৃদ্‌রোগীদের স্বস্তি দিয়ে স্টেন্টের দাম ৮৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তার পরে কৌশলে বাজারে স্টেন্টের কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে বলে রিপোর্ট পেয়েছে তারা। তাই স্টেন্ট উৎপাদক ও আমদানিকারক সংস্থাগুলির কাছ থেকে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস আদায় করল সরকার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৭
Share: Save:

হৃদ্‌রোগীদের স্বস্তি দিয়ে স্টেন্টের দাম ৮৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তার পরে কৌশলে বাজারে স্টেন্টের কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে বলে রিপোর্ট পেয়েছে তারা। তাই স্টেন্ট উৎপাদক ও আমদানিকারক সংস্থাগুলির কাছ থেকে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস আদায় করল সরকার।

সম্প্রতি ‘বেয়ার মেটাল স্টেন্ট’-এর দাম ৭২৬০ টাকা ও ‘ড্রাগ ইলিউটিং স্টেন্ট’-এর দাম ২৯৬০০ টাকায় বেঁধে দিয়েছে কেন্দ্র। কিন্তু তার পরেই কিছু হাসপাতালে স্টেন্টের অভাবের অভিযোগ উঠেছে। কোনও শিবিরের দাবি, নয়া দামের লেবেল লাগাতে বাজারে থাকা স্টেন্ট সরিয়ে নিচ্ছে সংস্থাগুলি। তৈরি করছে কৃত্রিম অভাব। বিষয়টি জানার পরে স্টেন্ট প্রস্তুতকারক ও আমদানিকারীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় রসায়ন মন্ত্রক ও ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’-র কর্তারা। ওষুধ সংক্রান্ত দফতরের সচিব জয়প্রিয়ে প্রকাশ বলেন, ‘‘স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে সংস্থাগুলি আশ্বাস দিয়েছে। কেউ নীতি ভেঙে কাজ করছে কি না, জানতে আমরাও নজর রাখছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE