লেপার্ডটিকে দেখতে পেলেন? ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সৌরভ দেশাই। সেখানে পাহাড়ের উপর কিবার গ্রাম থেকে আট কিলোমিটার দূরে তিনি পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা একটি স্নো লেপার্ডের ছবি তুলেছেন। সেই ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তার পরই ভাইরাল হয়েছে সেটি।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের খাঁজ। সেই খাঁজের উপর দিকে রয়েছে বরফ। আর নীচে শুধুই পাথর। আর সেই পাথরের খাঁজেই মুখ বের করে বসে রয়েছে একটি স্নো লেপার্ড। কিন্তু এই পাহাড়ের মধ্যে স্নো লেপার্ড খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ। কারণ প্রখর দৃষ্টিশক্তি না থাকলে সত্যিই ওই স্নো লেপার্ডটি খুঁজে পাওয়া দুষ্কর।
সে জন্যই বোধহয় ছবিটির পোস্ট করে লেখা হয়েছে ‘আর্ট অফ ক্যামোফ্লাজ’। দেখুন তো পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা স্নো লেপার্ডটিকে আপনিচিনতে পারেন না কি-
ওই খানে তোলা আরও একটি স্নো লেপার্ডের ছবি-
When the target is locked... @snowleopardtrust
আরও পড়ুন: মা-মেয়ের গানে মুগ্ধ নেটিজেনরা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy