জুনের শেষ দিকে রাজ্যে ব্রডগেজ ট্রেন চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করে তেমনই ইঙ্গিত দিলেন উত্তর-পূর্ব রেলের জিএম এইচ কে জাগ্গি। ব্রডগেজ ট্রেন চালু হলে আগরতলা থেকে দিল্লি ও কলকাতার সঙ্গে সরারসি রেল যোগাযোগ শুরু হবে।
আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম (নির্মাণ) এইচ কে জাগ্গি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে-ও। মানিক দে জানান, ‘‘বৈঠকে রেলের কর্তারা আগরতলা থেকে দেশের অন্যত্র জুনের শেষ দিকে ব্রডগেজ ট্রেনের যাত্রা শুরু করার কথা জানিয়েছেন।’’ দিনক্ষণ জুনের মাঝামাঝি তাঁরা জানিয়ে দেবেন বলে জিএম মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।
দিল্লি ও কলকাতার সঙ্গে সরাসরি রেল সংযোগ তৈরি করার জন্য রেলমন্ত্রী ও রেল কর্তাদের কাছে আগেই রাজ্যের তরফে দরবার করা হয়েছে। প্রয়োজনীয় ‘রেক’-এর অভাবে ব্রডগেজ ট্রেন এখান থেকে চালু হতে দেরি হচ্ছিল। রেলকর্তাদের কথাবার্তায় তেমন ইঙ্গিতই ছিল বলে মনে করেন মন্ত্রী।
অসমের শিলচর-লামডিং ও বদরপুর-লামডিং রেলপথে ভারী বৃষ্টির কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলি মেরামতির হয়ে গেলেই আগরতলা থেকে দেশের অন্যত্র ব্রডগেজ ট্রেন চালু
সহজ হয়ে যাবে। এ ছাড়াও, আগরতলা-ধর্মনগর প্রতিদিন এক জোড়া লোকাল ট্রেন যাতে চলাচল করে, সে নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy