বিচারপতি রঞ্জন গগৈ কি সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হবেন? বিচারবিভাগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে যে চার প্রবীণ বিচারপতি সাংবাদিক সম্মেলন করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বিচারপতি গগৈও। তার পর থেকেই এই সংশয়। এ বার সংশয়টা প্রশ্ন হিসেবে সামনে আসছে।
বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র ২ অক্টোবর অবসর নেবেন। প্রথা মানলে দ্বিতীয় প্রবীণতম বিচারপতি রঞ্জন গগৈরই পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার কথা। নিয়ম অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতির কাছে পরবর্তী নামের সুপারিশ চায় আইন মন্ত্রক। ়আইন মন্ত্রক সেই নাম পাঠায় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করেন।
এ বারে এই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহের প্রশ্ন, ‘‘বিচারপতি গগৈ পরবর্তী প্রধান বিচারপতি হবেন কি না, তা নিয়ে এত রহস্য কিসের? আপাত ভাবে আইন মন্ত্রক এখনও প্রধান বিচারপতির কাছে সুপারিশ চেয়ে পাঠায়নি। কেন এই দেরি?’’
আরও পড়ুন: ঝুলেই রইল পঞ্চায়েত-রায়, ভোট কি অবৈধ? প্রশ্ন আদালতের
নিয়ম অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতিকে পরবর্তী প্রবীণতমের নামই সুপারিশ করতে হয়। তাঁর যোগ্যতা নিয়ে যদি প্রশ্ন থাকে, তা হলে প্রধান বিচারপতি কলেজিয়ামের সঙ্গে আলোচনা করেন। জরুরি অবস্থার সময় প্রথা ভেঙে প্রবীণতমকে প্রধান বিচারপতি করা হয়নি বলে কংগ্রেসের দিকে আঙুল উঠেছিল। মোদী সরকারও সেই পথে হাঁটবে কি? আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আগে বলেছিলেন, ‘‘সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।’’ বিজেপি সভাপতি অমিত শাহও বলেছেন, ‘‘প্রধান বিচারপতি যেমনটা সুপারিশ করবেন, তেমনই হবে।’’
প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ ছুটির দিনে সুপ্রিম কোর্টের সামনে কেরলের জন্য ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ঘুরে গিয়েছেন। তিনি বলে থাকেন, মুখ বুজে কাজ করে যাওয়াটাই জরুরি। তাঁর হাতে কাজ কম নেই। আধার মামলা, ৩৭৭ ধারা মামলার রায় ঘোষণা বাকি। অযোধ্যা মামলা নিয়েও জরুরি ফয়সালা করতে হবে তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy