ছারখার: ‘পদ্মাবতী’-র সেটের সেই তাঁবু। নিজস্ব চিত্র।
রাজস্থান থেকে কোলাপুর পৌঁছেও স্বস্তি নেই। পরিচালক সঞ্জয় লীলা ভংসালী রাজস্থান থেকে ‘পদ্মাবতী’-র শ্যুটিংয়ের পাট চুকিয়ে এসেছিলেন কোলাপুরে। সেখানেও সেটে ফের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলা। যার জেরে শ্যুটিং বন্ধ করে দিতে হয়েছে তাঁকে।
চিতোরের দুর্গে করণী সেনা ভেঙেছিল রানি পদ্মিনীর ঐতিহ্যবাহী আয়না। কোলাপুরের মাসাই পাথারে দুষ্কৃতীদের হাতে তছনছ হয়ে গেল সেটের বিভিন্ন অংশ। অবস্থা এতটাই খারাপ, যে এক সপ্তাহের জন্য শ্যুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন পরিচালক ভংসালী। ঘটনার পরে ছবির সঙ্গে জড়িত সব সদস্যের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীপক কেসরকর।
পশ্চিম মহারাষ্ট্রের পাথুরে মালভূমি এলাকা মাসাই পাথার। কোলাপুরের জনপ্রিয় পানহালা দুর্গ থেকে ৬ কিলোমিটার দূরে এই অঞ্চল। দীপিকা পাদুকোন-রণবীর সিংহ ‘পদ্মাবতী’তে অভিনয় করছেন। মঙ্গলবার শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল রাত বারোটা-সাড়ে বারোটা নাগাদ। প্যাক আপ হওয়ার পরে পরিচালক সঞ্জয় লীলা ভংসালী থেকে রণবীর সিংহ, সকলেই হোটেলে ফিরে যান।
তাণ্ডবের পরে তছনছ হয়ে যাওয়া সেট। নিজস্ব চিত্র।
লোকেশনে রক্ষীরা ছাড়া কেউই ছিলেন না। গোল বাধে সেই সময়। পানহালা থানার সিনিয়র ইন্সপেক্টর ধান্যকুমার গডসে জানিয়েছেন, সেটে ঢুকে আলাউদ্দিনের সিংহাসন, পোশাক থেকে শুরু করে শ্যুটিংয়ে প্রয়োজনীয় ঘোড়ার খাবার— কিছুই নষ্ট করতে বাকি রাখেনি দুষ্কৃতীরা। তাদের পরিচয় কী, কেন এ কাজ করল তা এখনও অস্পষ্ট। তবে ‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করা হচ্ছে এই অভিযোগের জেরে গোড়া থেকেই নানা চাপের মুখে পড়তে হয়েছে সঞ্জয় লীলা ভংসালীকে। এ বার ঝঞ্ঝাটের পরে তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। গোটা ঘটনায় ভংসালী ভয়ঙ্কর ক্ষুব্ধ। ঘনিষ্ঠ মহলে বলেছেন, দুষ্কৃতীদের জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। কিছু দিনের মধ্যেই ওখানেই ফের শ্যুটিং করবেন।
আরও পড়ুন: এ বার জ্বালিয়ে দেওয়া হল ‘পদ্মাবতী’-র সেট
ছবির সঙ্গে জড়িত এক কর্তা ঘটনার পরে ফুঁসছেন। বললেন, ‘‘দুষ্কৃতীরা চাইছে আমাদের মনের জোরটা ভেঙে দিতে। রাজস্থানে হামলার পরেও আমরা ভেঙে পড়িনি। তাই আবার এই নোংরামি।’’ তাঁর সন্দেহ, ‘‘পরিকল্পনা করেই হামলা হয়েছে। দুষ্কৃতীরা জানত কী কী নষ্ট করলে শ্যুটিং ভেস্তে দেওয়া যাবে।’’
চিতোর আক্রমণের দৃশ্যের শ্যুটিং করতে বানানো হয়েছিল ১২টি সুদৃশ্য তাঁবু। সব পুড়ে খাক। যুদ্ধের দৃশ্যের জন্য তৈরি করা হয় প্রাচীন অস্ত্রও। সেগুলিরও অধিকাংশ পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা কলাকুশলীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy