চক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখ খান (বাঁ দিকে), অমিত শাহর সঙ্গে ভারতীয় হকি দলের নতুন অধিনায়ক শ্রীজেশ (ডান দিকে)।
সত্তর মিনিট!
এই সত্তর মিনিটে তোমরা কী ভাবে খেলবে, তা আমি আজ বলে দেব না। তোমরাই বলবে। খেলে। এই সত্তর মিনিটে জীবনের সব থেকে ভাল খেলাটি খেলতে হবে।
ন’বছর আগে মুক্তি পাওয়া ‘চক দে! ইন্ডিয়া’ ছবিতে শাহরুখ খানের এই সংলাপটি এখনও জনপ্রিয়। হাজারো বাধা পেরিয়ে কোচ হিসেবে কী ভাবে মহিলা হকি টিমকে ঘষে মেজে, নিরন্তর অনুপ্রাণিত করে বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন। ‘রিল’ লাইফ থেকে ‘রিয়েল’ লাইফের আসরে আজ অনেকটা সেই কাজটিই করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
রিও অলিম্পিকে টিমকে পাঠানোর আগে আজই পুরুষ ও মহিলা হকি দলের নাম ঘোষণা হয়। দুই দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও ঘোষণা হয়। আর সেই ঘোষণা করেন স্বয়ং অমিত শাহ ও কেন্দ্রের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। আর তার পরেই কতকটা শাহরুখ খানের ধাঁচে অমিত শাহ অনুপ্রেরণা-মন্ত্র দিলেন খেলোয়াড়দের মনে। হাতে হকি স্টিক নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ফটোও তুললেন।
এসআরকে-র ধাঁচেই অনেকটা হাতে হকি স্টিক নিয়ে ফটো তুললেন খেলোয়াড়দের সঙ্গে। আর বললেন, ১৯২৮ সালের পর ৭ বছর ধরে ভারত স্বর্ণপদক পেয়েছে। এই নতুন টিমের ভবিষ্যৎও উজ্জ্বল। ৩৬ বছর পর মহিলা টিম অলিম্পিকে স্থান পেয়েছে। আর পুরুষদের থেকে তো আমরা এ বারে সেই স্বর্ণপদকই আশা করছি। মনে রাখবেন, আপনারা যখন ওখানে খেলবেন, এখানে বসে আমাদের হৃদস্পন্দনও বাড়বে।
ক’দিন আগেই রিও অলিম্পিকের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছার পর তাঁর সঙ্গে নিজস্বীও নিয়েছেন। তারপর আজ নতুন টিম ঘোষণার জন্য মোদী সরকারের কোনও মন্ত্রী গেলেই যথেষ্ট ছিল। শাসক দলের সভাপতিকে দিয়ে নাম ঘোষণা কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই অনুষ্ঠানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি বিসিসিআই-এর পাশাপাশি হকি ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্টও বটে।
এমন নয়, খেলাধুলোর সঙ্গে অমিত শাহের কোনও যোগাযোগ নেই। নিজে তুখোড় দাবা খেলেন। গুজরাতে দাবা অ্যাসোসিয়েশনের কর্ণধারও ছিলেন। কিন্তু দাবার পাশাপাশি মন দিয়ে যে খেলাটি দেখেন, সেটি ক্রিকেট। ক’দিন আগে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ছক্কা হাঁকিয়ে সকলকে চমকেও দিয়েছেন শাহ। তবে সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভাল ফল করার পর ভারতীয় হকি টিম নিয়ে এখন আশার আলো জেগেছে। সেই হাওয়ায় গা ভাসিয়ে এখন ব্যাট ছেড়ে হকি স্টিক ধরলেন বিজেপি সভাপতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy