টহল: কড়া নিরাপত্তায় ঢাকা পুলওয়ামা। শনিবার। ছবি: পিটিআই।
কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ ও সিআরপিএফের উপরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন আট জন নিরাপত্তারক্ষী। খতম হয়েছে দুই জঙ্গিও। পুলওয়ামায় পুলিশ লাইনে এই হামলায় আরও এক জঙ্গি জড়িত ছিল বলে ধারণা সেনার। তার দেহের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার দায় নিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। গত বছরের সেপ্টেম্বর মাসে উরিতে সেনার ব্রিগেড সদর দফতরে হামলার পরে এত বড় ফিদায়েঁ জঙ্গি হানা আর হয়নি বলে মত বাহিনীর।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, আজ ভোরে পুলওয়ামার পুলিশ লাইনে ঢুকে হামলা চালায় জনা তিনেক ফিদায়েঁ জঙ্গি। সেখানে কয়েকশো পুলিশ ও সিআরপিএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যেরা থাকেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবশ্য দাবি, প্রথমে পুলিশ লাইনের কাছে যৌথ বাহিনীর একটি দলের উপরে হামলা চালায় জঙ্গিরা। আবাসনে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড ছুড়তে শুরু করে হামলাকারীরা। পরে পুলিশ লাইনের মধ্যে একটি বাড়িতে আশ্রয় নেয় তারা। পণবন্দি পরিস্থিতি এ়ড়াতে প্রথমে নিরাপত্তারক্ষীদের পরিবারের সদস্যদের বের করে আনা হয়। তবে দুই স্পেশ্যাল পুলিশ অফিসার ওই বাড়িটিতে আটকে পড়েন।
এর পরে জঙ্গিদের শেষ করতে অভিযান শুরু করে সেনার রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ। পুলিশ জানিয়েছে, চার জন সিআরপিএফ জওয়ান ও চার জন পুলিশ নিহত হন। নিহত পুলিশদের নাম ইমতিয়াজ আহমেদ, মহম্মদ ইউসুফ হাজাম, রফিক আহমেদ হাজাম ও অমরজিৎ সিংহ। তাঁদের মধ্যে ইমতিয়াজ কনস্টেবল, মহম্মদ ও রফিক স্পেশ্যাল পুলিশ অফিসার। অমরজিৎ প্যারা-মেডিক্যাল কর্মী। খতম হয় দুই জঙ্গিও। আহত হয়েছেন ২ সেনা-সহ ৬ জওয়ান। পুলিশ জানিয়েছে, যে বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল সেটির তিন দিক থেকে গুলিবর্ষণ হচ্ছিল। ফলে জওয়ানদের ধারণা হয়, অন্তত তিন জন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। এক জঙ্গি হঠাৎই বাড়ির দরজায় এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রায় সঙ্গে সঙ্গেই খতম হয় সে। কিছু ক্ষণ পরে খতম হয় দ্বিতীয় জন। তৃতীয় জঙ্গির দেহ খুঁজতে এখনও তল্লাশি চালানো হচ্ছে।
কাশ্মীরের এক স্থানীয় সংবাদ সংস্থাকে ফোন করে জইশের মুখপাত্র হাসান শাহ দাবি করে, ওই হামলায় ভারতীয় বাহিনীর বড় ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে বাহিনী। বড় ক্ষতির কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদ্যও। তাঁর কথায়, ‘‘বাহিনীর পক্ষে আজ এক শোকের দিন। আমরা বেশ কয়েক জন সহকর্মীকে খুইয়েছি।’’ সংঘর্ষের সময়ে আবার রাস্তায় নেমে বাহিনীকে লক্ষ করে পাথর ছোড়ে স্থানীয়দের একাংশ। পুলওয়ামার হামলা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy