Advertisement
২২ নভেম্বর ২০২৪
Astrological Tips

৭ কাজ: খাবার খেতে বসে করলে মা লক্ষী অসন্তুষ্ট হন

বেঁচে থাকার এক অন্যতম শর্ত হল খাবার। অথচ খাবার খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যা একেবারেই করা উচিত নয়।

things not to do while having food

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ০৯:২৪
Share: Save:

অন্ন বা খাবারকে মা লক্ষ্মীর চিহ্ন হিসাবে আমরা চিরকালই মেনে এসেছি। খাবার শুধুমাত্র মানুষের খিদে নিবারণ করে তা নয়, জীবনে সার্বিক উন্নতির ক্ষেত্রেও খাবারের ভূমিকা রয়েছে।

আমাদের জীবনে বেঁচে থাকার অন্যতম শর্ত হল খাবার। খাবার ছাড়া এক দিনও থাকা কঠিন। অথচ খাবার খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যা একেবারেই করা উচিত নয়। এই ভুল কাজের উপর অনেকটাই নির্ভর করে ঘরে মা লক্ষ্মীর বসবাস করা।

দেখে নেওয়া যাক খাবার খাওয়ার সময় কোন কাজগুলি করতে নেই:

১) খাবার খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই ধীরে ধীরে খাওয়া শুরু করা উচিত।

২) খাবার খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যেতে নেই। কারণ খেতে খেতে উঠে যাওয়া মানে খাবারকে অপমান করা। যদি বার বার এমনটি করতে থাকেন তা হলে গৃহে অমঙ্গল হতে পারে।

৩) খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ফলে গৃহে অন্নের অভাব দেখা দিতে পারে।

৪) অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন। এটি একদম করা উচিত নয়। এর ফলে সংসারে দরিদ্র বেড়ে যেতে পারে। যতই অর্থ উপার্জন করুন না কেন, অভাব পিছু ছাড়বে না।

৫) খাওয়ার সময় খাবারের থালায় আঁকিবুঁকি কাটা উচিত নয়। এটি বিশেষত শিশুরা করে থাকে। এতে সংসারে অভাব দেখা দিতে পারে।

৬) খাবারের শেষে থালা চেটে খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী রাগ করেন।

৭) খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নিন। খাবার নষ্ট করা একেবারেই উচিত নয়।

অন্য বিষয়গুলি:

laxmi Lakshmi Devi Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy