১৪৩২ শুরু হতে বাকি আর কয়েকটা দিন। নববর্ষ যত কাছে আসে, বাঙালির মন ততই আনন্দে মেতে ওঠে। নতুন বছরের প্রথম দিন বাঙালিরা নানা ভাবে কাটায়। বাড়ির প্রত্যেক সদস্য, ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দের সঙ্গে সারা দিন কাটায়। বছরের প্রথম দিন কাটানোর নির্দিষ্ট কোনও নিয়ম নেই। কিন্তু কিছু কাজ যদি বছরের প্রথম দিন করা হয়, তা হলে সারা বছরটা খুব ভাল কাটে।
আরও পড়ুন:
দেখে নেব নতুন বছরের প্রথম দিন কোন কোন কাজ করা উচিত:
১) বছরের প্রথম দিন ভোর ৪টে অর্থাৎ ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুব ভাল হয়। মনে করা হয়, এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন। তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মানা হয়। যদি ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয়, তা হলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন এবং এই দিন অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন।
২) ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপা বর্ষণ করেন, ঘুম থেকে উঠে ইষ্টদেবতার কাছে এই প্রার্থনা বছরের প্রথম দিন অবশ্যই করুন।
আরও পড়ুন:
৩) ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দু’হাত জোড়া করে হাতের তালুর দিকে তাকান। মনে করা হয়, হাতের তালুতে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীদেবী এবং মা সরস্বতীর বাস। তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান।
৪) সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্যপুজো করুন এবং সম্ভব হলে এই দিন কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন।
৫) এই দিন বাড়িঘর একেবারে পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। ঘর অবশ্যই একটু সাজিয়ে রাখতে হবে।
৬) এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন।
৭) এই দিন বাড়িতে আসা অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাবেন।
- পয়লা বৈশাখ মানেই বাঙালির বাঙালিত্বের উদ্যাপন। সাদা-লাল শাড়ির ফ্যাশন, বাঙালি খাওয়া-দাওয়া, হালখাতা— এই সবই জাগিয়ে তোলে বাঙালির স্মৃতিমেদুরতাকে।
- বছর ঘুরে আবার আসছে বাংলার নববর্ষ। ১৪৩২ আরও অনেক নতুন কিছু নিয়ে আসবে। নববর্ষকে কী ভাবে স্বাগত জানাবে বাঙালি? তারই হাল হদিস।
-
১৮:৩৬
কেউ শাড়ি, কেউ সালোয়ার, সাবেক ও সাম্প্রতিকের যুগলবন্দি নববর্ষে, কেমন সাজলেন টলিসুন্দরীরা -
১৮:০৯
কাঁধে এক কাঁদি কলা, চুলে হলুদ-বেগনি ফুল, সমুদ্রতটে আঁচল উড়িয়ে নতুন বছরকে স্বাগত স্বস্তিকার -
১৭:২২
বিশেষ দিনে ভিড় করে স্মৃতিমেদুরতা, বর্তমান প্রজন্মও অতীতে চোখ রাখে, নববর্ষে মনে করালেন সোহম -
১৬:৫৪
দিনের শেষে মেকআপ তুলে ফেলাও জরুরি, ফেসওয়াশ ফুরিয়ে গেলে কী করবেন? -
১৬:৩৪
নরম পানীয় নয়, গরমে বাড়িতে অতিথিরা এলে বানিয়ে দিন মা-ঠাকুরমাদের তৈরি ঠান্ডাই শরবত