বিনিয়োগের ব্যাপারে কিছু বলতে গেলে বেশ কিছু বিষয় সম্বন্ধে না বললেই নয়। বিনিয়োগের ক্ষেত্র বৃহৎ এবং ব্যক্তিবিশেষে বিনিয়োগের ক্ষেত্রও আলাদা হয়। যেমন, কারও ক্ষেত্রে স্বর্ণে বিনিয়োগ শুভ, আবার কারও ক্ষেত্রে জমি। কারও শুভ ক্ষেত্র হল শেয়ার বাজার, কাউকে আবার ব্যাঙ্কে বিনিয়োগ করেই সন্তুষ্ট থাকতে হয়। জন্মছকে গ্রহের অবস্থান অনুযায়ী বিনিয়োগের শুভ ক্ষেত্র নির্বাচন করা উচিত।
একটি সাধারণ ভুল খুবই দেখা যায়। পরিচিত কোনও ব্যক্তি শেয়ার বাজারে বা অন্য কোথাও বিনিয়োগ করে অল্প সময়ে অনেক লাভ করেছেন দেখে আপনিও শেয়ার বাজারে বিনিয়োগ করে দিলেন। কিন্তু আপনার জন্মছকে কি সেখান থেকে লাভ হবে এ রকম কিছু বলা রয়েছে? সেটা না জেনেই বিনিয়োগ করে ফেললে কিন্তু লাভের বদলে ক্ষতি হয়ে যেতে পারে। আপনার আশা সফল হবে না। আপনার কষ্টে অর্জিত টাকা এবং ভবিষ্যতের সুরক্ষা, উভয়ই নষ্ট হবে। সুতরাং বিনিয়োগের আগে কোথায় বিনিয়োগ করা আপনার জন্য শুভ তা ঠিকঠাক জানা দরকার।
সামগ্রিক ভাবে নির্দিষ্ট ব্যক্তির ছকে চন্দ্র, বুধ এবং রাহু এই তিন গ্রহ এবং পঞ্চম স্থান বিচার করে নেওয়া জরুরি। এই তিন গ্রহ এবং পঞ্চম স্থান কতটা বলবান তার উপর নির্ভর করছে কোন খাতে বিনিয়োগ করে আপনি লাভবান হবেন, কোথায় বিনিয়োগ করলে লাভের বদলে ক্ষতি হবে।
নতুন বছরের এপ্রিল মাসের দ্বিতীয় ভাগ বিনিয়োগের জন্য শুভ। ২৩ জুন থেকে অগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। পুনরায়, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগ এবং ফেব্রুয়ারি মাস বিনিয়োগের জন্য শুভ। এটি একটি সাধারণ সময়ের উল্লেখ করা হল। এ ক্ষেত্রেও ব্যক্তিগত জন্মছকের উপর আপনার লাভের পরিমাণ অনেকটা নির্ভর করে। জন্মছকের নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানের অধিপতি এবং নির্দিষ্ট গ্রহের শুভ-অশুভ অবস্থানের উপর নির্ভর করে বিনিয়োগের শুভ সময় নির্ধারণ করা উচিত।
যে ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি কম, যেমন ব্যাঙ্ক, সোনা ইত্যাদি ক্ষেত্রে যে কোনও সময় বিনিয়োগ করা যেতে পারে।
যে কোনও বিনিয়োগের পূর্বে সমস্ত বিষয় জেনে, নিশ্চিত হয়ে তবেই বিনিয়োগ করা উচিত।