রণবীর, দীপিকা, জাহ্নবী... এক ঝাঁক বায়োপিক নিয়ে আসছেন এই বলিউড তারকারা
বলিউডে বায়োপিক সম্প্রতি যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে! কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও বা ক্রীড়া ব্যক্তিত্ব— বায়োপিক তৈরিতে মূলত এঁদের দিকেই ঝুঁকছেন পরিচালকরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বায়োপিক সাড়া ফেলেছে দর্শকদের মনে। আরও বেশ কয়েকটি বায়োপিক আসছে। সেই বায়োপিক কাদের এবং কারা তাতে অভিনয় করছেন, দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ১৬:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বলিউডে বায়োপিক সম্প্রতি যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে! কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও বা ক্রীড়া ব্যক্তিত্ব— বায়োপিক তৈরিতে মূলত এঁদের দিকেই ঝুঁকছেন পরিচালকরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বায়োপিক সাড়া ফেলেছে দর্শকদের মনে। আরও বেশ কয়েকটি বায়োপিক আসছে। সেই বায়োপিক কাদের এবং কারা তাতে অভিনয় করছেন, দেখে নেওয়া যাক।
০২১৫
কবীর খান পরিচালিত এই ছবি ক্রিকেট লেজেন্ড কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে। কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ। রোম্যান্টিক হিরো থেকে ভয়ঙ্কর ভিলেন, বিভিন্ন রূপে তাঁকে দেখেছেন রণবীরের ভক্তরা। এ বার অন্য রকম অভিনয়ে। কপিল দেবের মতো এক জন ব্যক্তিত্বের ভূমিকায় কতটা সফল হবেন তা দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।
০৩১৫
‘৮৩’-তে কপিলের উত্থান থেকে বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলোর মধ্য দিয়েই দর্শকদের ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পরিচালক। রণবীর ছাড়াও এই ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ২০২০-র ১০ এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।
০৪১৫
আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে ‘ছপক’। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আশা রয়েছে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ভবিষ্যতে এক জন আইনজীবী হবেন, এমনই স্বপ্ন তিলে তিলে গড়ে তুলছিলেন লক্ষ্মী। কিন্তু সেই স্বপ্ন পুড়ে যায় অ্যাসিডের ছোঁয়ায়। তাঁর উপর অ্যাসিড হামলা হয়।
০৫১৫
মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে আবার ঘুরে দাঁড়িয়েছেন লক্ষ্মী। তাঁরই মতো আক্রান্তদের আজ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন এই লক্ষ্মী। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছেন দীপিকা। ছবিটির পোস্টারও সামনে এসেছে। আগেও দর্শকদের মন কেড়েছেন, এ বারও তাঁদের মন জয় করবেন বলে আশা দীপিকার।
০৬১৫
ভারতীয় বায়ুসেনার পাইলট গুঞ্জন সাক্সেনার ভূমিকায় দেখা যাবে জাহ্নবী কপূরকে। ছবির নাম ‘কার্গিল গার্ল’। গুঞ্জন প্রথম ভারতীয় পাইলট, যিনি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। জাহ্নবী ইতিমধ্যেই কয়েকটি ছবি করেছেন। তবে খুব একটা সাড়া ফেলেনি সে সব ছবি।
০৭১৫
মূলত রোমান্টিক ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। তবে শৌর্য চক্র প্রাপ্ত বায়ুসেনার এক জন পাইলটের ভূমিকায় তিনি কতটা সফল হবেন সে দিকেই তাকিয়ে তাঁর গুণমুগ্ধরা। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
০৮১৫
দেশপ্রেম বিষয়ক ছবি ভারতীয়দের মধ্যে যে কতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে, তা দেখিয়েছিল পরিচালক জে পি দত্তের ‘বর্ডার’। পরে এ ধরনের ছবি অনেক হয়েছে। সফলও হয়েছে বেশ কয়েকটি। তাঁর কেরিয়ারে বেশির ভাগটাই রোমান্টিক ছবি করেছেন পরিচালক কর্ণ জোহর। দর্শকদের এ বার একটু ভিন্ন স্বাদ দিতে বেছে নিয়েছেন দেশপ্রেমকে।
০৯১৫
তাঁর পরিচালিত আসন্ন ছবি ‘শের শাহ’। পরমবীর চক্র জয়ী কার্গিল হিরো ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে নিয়ে ছবিটি। তাঁর চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র।
১০১৫
উরি ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ছবিতে তাঁর ডায়লগ, ‘হাউ ইজ দ্য জোশ’, গোটা দেশ তো বটেই আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলে দিয়েছিল। বালাকোটে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনের মুখেও এই উক্তিটি ধরা পড়েছিল।
১১১৫
আবারও দেশবাসীর মধ্যে সেই জোশ চারিয়ে দিতে ফিরে আসছেন ভিকি কৌশল। এ বার তাঁকে দেখা যাবে ফিল্ড মার্শাল সাম মানেক’শ-র ভূমিকায়। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় সেনা প্রধান মানেক’শ-র কৃতিত্বই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। ২০২১-এ ছবিটি মুক্তি পেতে পারে। তবে এই ছবির নাম এখনও ঠিক হয়নি।
১২১৫
এ বার ব্যাডমিন্টন হাতে লড়াই করতে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। তবে কোনও প্রতিযোগিতায় নয়, সিলভার স্ক্রিনে পরিণীতি দর্শকদের সামনে ধরা দেবেন এ ভাবেই।
১৩১৫
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সেখানে সাইনার ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে। প্রথমে ঠিক হয়েছিল, সাইনার ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কপূর। কিন্তু পরে পরিণীতিকে বেছে নেওয়া হয়। ছবিটির নাম যদিও এখনও কিছু ঠিক হয়নি।
১৪১৫
মেরি কমের পর এ বার মা আনন্দ শীলা। এই ভূমিকাতেই এ বার দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। বিতর্কিত গডম্যান রজনীশ ওশো-র ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আনন্দ শীলা। কী ভাবে এক জন ফাইন আর্টসের ছাত্রী ধীরে ধীরে মা শীলা হয়ে উঠলেন তা নিয়েই ছবির গল্প।
১৫১৫
‘মেরি কম’-এ প্রিয়ঙ্কার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। খোদ মেরি কম প্রিয়ঙ্কার প্রশংসা করেছিলেন এত সুন্দর ভাবে পর্দায় তাঁকে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু এ বার সম্পূর্ণ বিপরীত একটি চরিত্র। এখানে প্রিয়ঙ্কা কতটা সফল হবেন তা দেখার জন্য মুখিয়ে দর্শকরা। ছবিটির শুটিং এখনও চলছে। মুক্তির দিন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।