তাৎপর্যপূর্ণ বিষয় হল, এক দিনের আন্তর্জাতিকে অভিষেকের ম্যাচে সতীর্থ হিসাবে এক বাঙালি পেসারকেও পেয়েছিলেন অশ্বিন। আবার বর্তমান দলের তিন তারকা খেলোয়াড়ও ছিলেন ওই দলে। অশ্বিনের সঙ্গে ওই ম্যাচে অভিষেক হয়েছিল আরও দুই ক্রিকেটারের। কেমন ছিল সেই টিম? কী করছেন বর্তমানে অশ্বিনের সতীর্থেরা? আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে রইল তার হদিস।
২০২০ সালের স্বাধীনতা দিবসের দিন (১৫ অগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ওই দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন উত্তরপ্রদেশের রায়না। বর্তমানে রেস্তরাঁ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তিনি। সম্প্রতি ইউরোপের বাঁধের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে একটি রেস্তরাঁ খুলেছেন তিনি। নিজের নামেই এর নামকরণ করেছেন বাঁহাতি ব্যাটার সুরেশ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেট থেকে অবসর নেন ইউসুফ। এ বছর সদ্য রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। শুরুটা অবশ্য ‘জায়ান্ট কিলার’ হিসাবেই করেছেন ২০০৭ সালের টি-২০ এবং ২০১১ সালের এক দিনের আন্তর্জাতিক বিশ্বকাপজয়ী পাঠান। তৃণমূলের টিকিটে বহরমপুর থেকে সাংসদ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। নির্বাচনে কংগ্রেসের পোড়খাওয়া নেতা এবং দীর্ঘ দিনের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়েছেন তিনি।
অশ্বিনের অভিষেক ম্যাচে ২৬ বলে ১৯ রান করেন রবীন্দ্র জাডেজা। ইনিংসে থিতু হওয়ার আগেই রান আউট হওয়ায় সাজঘরের রাস্তা ধরতে হয়েছিল তাঁকে। গুজরাতের এই বাঁহাতি অলরাউন্ডারকে শেষ টেস্টেও সতীর্থ হিসাবে পেয়েছেন তামিলনাড়ুর ঘূর্ণি বোলার। এ বছরের টি-২০ বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন জাডেজা। জাতীয় দলের হয়ে সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি।
অশ্বিনের সঙ্গে প্রথম বার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন পঙ্কজ সিংহ। তিন রান করে ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। সাত ওভার বল করে দেন ৪৫ রান। ইকোনমি রেট ছিল ৬.৪৫। প্রথম ম্যাচে কোনও উইকেট পাননি পঙ্কজ। খুব বেশি দিন ভারতের জার্সিতে খেলা হয়নি পঙ্কজের। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। বর্তমানে ক্রিকেট প্রশিক্ষকের কাজ করছেন এই সাবেক খেলোয়াড়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy