Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Pakistan Taliban War

দুধ-কলা দিয়ে পোষা সাপই মারছে ছোবল! পাক সেনার টুঁটিতে তালিবানি চাপ, কতটা লাভ ভারতের?

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বারুদের গন্ধ। দুই প্রতিবেশীর মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। ইসলামাবাদের তৈরি করা তালিবানই কেন কাটতে চাইছে পাকিস্তানের গলা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫
Share: Save:
০১ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

দুধ-কলা দিয়ে পোষা কালসাপ ফনা তুলে মারছে ছোবল! তার বিষের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। নিজেরই দুষ্কর্মের ফল কড়ায়-গণ্ডায় পাচ্ছে ভারতের পশ্চিমের প্রতিবেশী। পরিস্থিতি দেখে মুচকে হেসেছে নয়াদিল্লি। পাশাপাশি, সেই বিষের প্রভাব এ পারেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক গোয়েন্দাকর্তারা।

০২ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

বর্ষশেষে তালিবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে সম্মুখসমরে জড়িয়েছে পাকিস্তান। দু’পক্ষই সীমান্তে বাড়াচ্ছে সৈন্যসংখ্যা। আক্রমণ এবং প্রতি-আক্রমণে রক্তাক্ত হচ্ছে সেখানকার মাটি। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে দুই দেশ পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।

০৩ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

গত শতাব্দীতে তালিবানের জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত ছিল ইসলামাবাদের। পাক ফৌজ এবং সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের থেকে প্রশিক্ষণ এবং হাতিয়ার পায় আফগানিস্তানের এই সশস্ত্র গোষ্ঠী। কিন্তু সময়ের ফেরে কেন সেই জন্মদাতাকেই ‘খুন’ করতে চাইছে তালিবান? এর উত্তর লুকিয়ে রয়েছে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তানের প্রতিরক্ষা দফতরের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে।

০৪ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

কী বলেছেন কাবুল সরকারের মুখপাত্র? পাকিস্তান এবং আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত ডুরান্ড লাইনকে কাল্পনিক রেখা বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, পাক প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উপর ইসলামাবাদের অধিকার অস্বীকার করেছে তালিবান। অর্থাৎ বকলমে ওই প্রদেশকে স্বাধীন দেশ বা আফগানিস্তানে মিশিয়ে দেওয়ার দাবি তুলেছেন হিন্দুকুশের কোলের দেশটির বর্তমান শাসকগোষ্ঠী।

০৫ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরাও ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের জটিলতার জন্য ডুরান্ড লাইনকেই দায়ী করে থাকেন। ১৮৯৩ সালে এই সীমান্তরেখাটি তৈরি করেন ব্রিটিশ কূটনীতিক হেনরি মর্টিমার ডুরান্ড। প্রথম দিন থেকেই যার বিরোধিতা করে গিয়েছে স্বাধীনচেতা আফগানেরা।

০৬ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

১৯ শতকে দ্রুত গতিতে মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তার শুরু করে জ়ার (রাজা বা সম্রাট) শাসিত রাশিয়া। তত দিনে ব্রিটেনের হাতের মুঠোয় চলে গিয়েছে গোটা ভারত। এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে সরাসরি শাসন শুরু করেছে ইংল্যান্ডের পার্লামেন্ট। কাস্পিয়ান সাগরের তীর ধরে মস্কো পায়ে পায়ে ভারতের দিকে এগিয়ে আসতে থাকায় প্রমাদ গোনেন তাঁরা।

০৭ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

এই পরিস্থিতিতে সম্ভাব্য রুশ আক্রমণ ঠেকাতে আফগানিস্তানকে ‘বাফার রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা সেরে ফেলেন তৎকালীন ব্রিটিশ ফৌজি জেনারেলরা। ফলে হিন্দুকুশ ঘেরা দেশটিকে দখলের একাধিক বার চেষ্টা চালান তাঁরা। কিন্তু প্রতি বারই যুদ্ধে বাজে ভাবে হারতে হয় ইংরেজ বাহিনীকে।

০৮ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

১৮৭৮ সালে দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের পর এলাকা দখলের আশা ছেড়ে দিয়ে সীমানা নির্ধারণে জোর দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। কাবুলে যান মর্টিমার ডুরান্ড। পরবর্তী কালে ইংরেজ সৈন্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডুরান্ড লাইন তৈরি করেন তিনি। এই সীমান্তরেখাটির দু’পারেই রয়েছে পাশতুন জনজাতির বাস। আফগানিস্তানে এই জাতিগোষ্ঠীর রয়েছে সংখ্যাগরিষ্ঠতা।

০৯ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

১৯৪৭ সালে দেশ ভাগের মাধ্যমে পাকিস্তানের জন্ম হলে ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত বলে মেনে নেয় ইসলামাবাদ। ওই রেখা বরাবর কিছু জায়গায় বসে কাঁটাতারের বেড়া। ফলে বিপাকে পড়েন পাশতুনরা। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে শুরু করে তাঁদের। এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি কাবুল। ফলে সীমান্তকে নিয়ে দুই দেশের মধ্যে বেড়ে চলে সংঘাত।

১০ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রথম বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। জেহাদি এই জঙ্গি গোষ্ঠীটির জন্মের নেপথ্যেও হাত ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। এদের সাহায্যে গোটা কাশ্মীর দখলের ছক কষেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা।

১১ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

কিন্তু ২০০১ সালে নেটোর যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে আমেরিকা হিন্দুকুশে ঘেরা দেশটিকে আক্রমণ করলে অবস্থান বদল করে পাকিস্তান। তালিবানকে ক্ষমতা থেকে সরাতে খোলাখুলি ভাবে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে শুরু করে ইসলামাবাদ। আইএসআইয়ের থেকে পাওয়া খবর অনুযায়ী খুঁজে খুঁজে তালিবানের শীর্ষনেতাদের নিকেশ করতে থাকে ওয়াশিংটন।

১২ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

এই ভাবে আমেরিকানদের হাতে আফগানদের মরতে দেখে হাতে অস্ত্র তুলে নেন স্বাধীনচেতা পাশতুনেরা। ২০০৭ সালে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে জন্ম হয় একটি জঙ্গি গোষ্ঠীর। প্রাথমিক ভাবে তাদের লক্ষ্য ছিল আফগানিস্তানের তালিবানকে যুদ্ধে সাহায্য করা। সর্বাত্মক জেহাদের প্রবল সমর্থক হিসাবে নিজেদের পরিচয় প্রকাশ করেছে এই সন্ত্রাসী সংগঠন।

১৩ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই ‘দোহা চুক্তি’ সেরে রেখেছিল তালিবান। সেই মতো দ্বিতীয় বারের জন্য কাবুলের তখ্‌তে বসে এই সশস্ত্র গোষ্ঠী। ক্ষমতার আসার পর পুরনো বিশ্বাসঘাতকতার শোধ তোলার সুযোগ চলে আসে তাদের হাতে। ফলে বিপদ বেড়েছে পাকিস্তানের।

১৪ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

অন্য দিকে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেদের অবস্থান বদল করে টিটিপি। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা। ইসলামাবাদে শরিয়া শাসন প্রতিষ্ঠা করাই এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্য। আর এতে পর্দার আড়ালে থেকে তাদের সাহায্য করে যাচ্ছেন কাবুলের শাসকেরা।

১৫ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

চলতি বছরের ২১ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ায় টিটিপির হামলায় প্রাণ হারান অন্তত ৩০ জন পাক ফৌজি। নিহতদের মধ্যে ছিলেন মেজর পদমর্যাদার এক অফিসারও। এর পরই ২৪ ডিসেম্বর প্রত্যাঘাত হানে পাক বায়ুসেনা। আমু দরিয়ার তীরে বিমানহানা চালায় তারা।

১৬ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

কাবুলভিত্তিক সংবাদ সংস্থা ‘খামা প্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, আকাশপথে বারমাল জেলার পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন স্থানীয় আফগান নাগরিক। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে জানা গিয়েছে।

১৭ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

ওই ঘটনার পরই সীমান্তে ১৫ হাজার যোদ্ধা পাঠায় তালিবান। তাদের সঙ্গে যোগ দিয়েছে টিটিপির জঙ্গিরা। সূত্রের খবর, সীমান্তের পাক পোস্ট দখল করেছে তারা। এদের হামলায় প্রাণ গিয়েছে ১৯ জন পাকিস্তানি সৈনিকের। সমাজমাধ্যমে পাক পোস্ট দখলের ছবি প্রকাশ করেছে টিটিপি। অন্য দিকে ইসলামাবাদের দাবি, আগেই ওই পোস্ট খালি করা হয়েছিল।

১৮ ১৮
Afghan Taliban and TTP are fighting against Pakistan how it benefited India

খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানকে টিটিপির গড় বলা হয়। বর্তমানে সেখানে একরকম স্বাধীন সরকার তৈরি করে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী। রয়েছে মন্ত্রীমণ্ডলী, চলছে শরিয়া আদালত। এই সংগঠন এবং আফগানিস্তানের তালিবান কাশ্মীরকে ভারতেরই অংশ বলে মনে করে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা একরকম যুদ্ধ শুরু করায় আপাতদৃষ্টিতে তাতে ভারতের লাভ হবে বলে মনে করা হচ্ছে। যদিও তালিবান বা টিটিপির উপর কতটা ভরসা করা যাবে, তা কোটি টাকার প্রশ্ন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy