Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ! কোন কারণে নায়কের উপর চটে গেলেন তাঁর অনুরাগীদের একাংশ?

মনমোহন সিংহের প্রয়াণে কোনও উচ্চবাচ্য করেননি শাহরুখ। তবে ৩০ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ওয়েভস ২০২৫’ বিষয়ে মত প্রকাশ করেন বাদশাহ। শুরু হয় বিতর্ক।

Image of Shah Rukh Khan

সমাজমাধ্যমে নিজের কথা বলতেই শাহরুখের দিকে ধেয়ে এল কটাক্ষ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮
Share: Save:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করেননি ভারতের চলচ্চিত্র তারকারা, এমনই অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগে বুঝি ঘৃতাহুতি পড়ল শাহরুখের ট্যুইটে!

অভিষেক অভিযোগ করলেও সচিন তেন্ডুলকর, পি ভি সিন্ধু, বীরেন্দ্র সহবাগ থেকে মাধুরী দীক্ষিতদের মতো ব্যক্তিত্বেরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে শাহরুখ খানের তরফে তাঁর সমাজমাধ্যমে একটি শব্দও দেখা যায়নি। বিষয়টি নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের। ফলে আক্রমণ ধেয়ে এসেছে নায়কের দিকে। ৫৯ বছরের অভিনেতাকে নিয়ে সারা বিশ্বে উৎসাহের অন্ত নেই। পৃথিবীর নানা দেশে ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তেরা। ফলে তাঁর সমাজমাধ্যমে নজরদারি চালান অনেকেই।

গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয় মনমোহন সিংহের। এ বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি শাহরুখ। তবে ৩০ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ওয়েভস ২০২৫’ বিষয়ে মত প্রকাশ করেন বাদশাহ। এক্স হ্যান্ডলে তিনি দাবি করেন, এর ফলে সারা বিশ্বে সৃজনশীলতার আগার হিসাবে উঠে আসবে ভারত। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ ‘ওয়র্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)’ আয়োজন করবে ভারত। এর প্রেক্ষিতে শাহরুখ এক্স হ্যান্ডলে লেখেন, “এটি এমন একটি অনুষ্ঠান যা আমাদের চলচ্চিত্র জগতের সম্মান বাড়াবে এবং ভারতীয় অর্থনীতিতে এর গুরুত্বের কথা বোঝাবে। সেই সঙ্গে এর শক্তি ও ক্ষমতার কথাও জানাবে। সর্বোপরি, এটি এমন একটি অনুষ্ঠান যা সৃজনশীলতা এবং সৃজনশীল মানুষের পৃষ্ঠপোষকতা করবে।”

এর পরই শাহরুখের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। অনেকেই দাবি করেছেন, এমন আচরণ তাঁরা শাহরুখের থেকে প্রত্যাশা করেন না।

অন্য বিষয়গুলি:

Bollywood Star pm Narendra Modi manmohan singh Waves maan ki baat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy