Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

ফের বিয়েবাড়িতে নাচলেন শাহরুখ! কেন এমন সিদ্ধান্ত নিতে হল, হাতে পেলেন কত টাকা?

কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’-এ শাহরুখ নাচলেন কনের সঙ্গে। তাঁর রূপের প্রশংসা করে আউ়ড়ে নিলেন সংলাপ। কখনও বরকে শিখিয়ে দিলেন কী ভাবে দু’বাহু বাড়িয়ে জড়িয়ে নিতে হবে প্রেমাস্পদকে।

Shah Rukh Khan danced in a wedding ceremony in Delhi makeup artist reveals how much he charged

কখনও কনের সাজের প্রশংসা করছেন, কখনও বরের গাল টিপে আদর করে দিচ্ছেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯
Share: Save:

মিঠুন চক্রবর্তী, গোবিন্দ থেকে হৃত্বিক রোশন বা টাইগার শ্রফ— বলিউডের তুখোড় নাচিয়ে অভিনেতাদের দলে পড়েন না শাহরুখ খান। কিন্তু তাঁর তো ‘নামই যথেষ্ট’। তাই নাচের ছন্দে তিনি রীতিমতো হিল্লোল তোলেন। শুধু পর্দায় নয়, বিভিন্ন অনুষ্ঠানেও নাচতে দেখা যায় শাহরুখকে। এক সময় বিত্তবান পরিবারের সন্তানদের বিয়েতেও নাচতে যেতেন শাহরুখ, দলবল নিয়ে। কিন্তু গত কয়েক বছরে আর তেমন কোনও অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি বলিউডের বাদশাহকে।

চলতি সপ্তাহে অবশ্য ফের তাঁকে দেখা গিয়েছে দিল্লির এক বিবাহ অনুষ্ঠানে নাচতে। মঞ্চে উঠে কালো গলাবন্ধ পোশাক, কালো রোদচশমায় আগুন ঝরালেন ৫৯ বছরের ‘সদ্য যুবা’ শাহরুখ খান। কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’— নাচলেন কনের সঙ্গে। তাঁর রূপের প্রশংসা করে আউ়ড়ে নিলেন জনপ্রিয় সংলাপ। কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কী ভাবে প্রেম প্রস্তাব দিতে হবে, কী ভাবে দু’বাহু বাড়িয়ে জড়িয়ে নিতে হবে প্রেমাস্পদকে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরলেন আলিঙ্গনরত বর-বধূকে। তিনি যে শাহরুখ খান, আন্তরিকতার উষ্ণতা তাঁকে উজ্জীবিত রাখে প্রতি মুহূর্তে।

কিন্তু কেন এত বছর পর কোনও বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচতে গেলেন বাদশাহ? কত টাকা পেলেন এই নাচের অনুষ্ঠানের জন্য? নানা রকমের প্রশ্ন উঁকি দিচ্ছে অনুরাগীদের মধ্যে। সমাজমাধ্যমেই তাঁরা প্রশ্ন তুলেছেন, “কত টাকা নিয়েছেন শাহরুখ?”

সমাজমাধ্যমে এক রূপটান শিল্পী শাহরুখের ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। তিনিই সাজিয়েছিলেন দিল্লির কনে হর্ষিতাকে। ওই রূপটান শিল্পী লিখেছেন, “শাহরুখ আপনি যে ভাবে আমার কনের সৌন্দর্যের প্রশংসা করলেন, আমার দিনটা সার্থক হয়ে গেল। আমার কঠোর পরিশ্রমের ফল পেলাম।”

এই পোস্টেই এক ব্যক্তি ওই রূপটান শিল্পীকে জিজ্ঞাসা করেন, শাহরুখ খান এই নাচের জন্য কত টাকা নিলেন। উত্তরে রূপটান শিল্পী বলেন, “শাহরুখ পারিবারিক বন্ধু।” তা হলে কি অতিথি হিসাবেই গিয়েছিলেন অভিনেতা? সে উত্তরও দিয়েছেন রূপটান শিল্পী। তিনি জানান, নাচের জন্যও বিয়েবাড়ি গিয়েছিলেন শাহরুখ।

শাহরুখ নাকি ইদানীং আর বিয়েবাড়ি নাচতে যান না। এ বিষয়ে সরাসরি তিনি কথা বলেছিলেন বন্ধু কর্ণ জোহরের সঙ্গে। কেন আর নাচতে যান না, কর্ণের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, “আরে আগে আমার বয়স কম ছিল, বিয়েবাড়িতে নাচলে মনে হত জামাই বাবাজীবন নাচছে। এখন মনে হয় শ্বশুরমশাই নাচছে।” তবে বয়স যে সংখ্যা মাত্র, তাঁর প্রমাণ স্বয়ং শাহরুখ। নতুন প্রজন্মের তাবড় অভিনেতাদের জনপ্রিয়তাকে তিনি আজও রাখেন বাঁ দিকের বুক পকেটে।

অন্য বিষয়গুলি:

Bollywood Star Shah Rukh Khan Wedding Dance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy