গত এক বছরে বড় পর্দায় একাধিক হিন্দি ছবি ব্যর্থ হয়েছে। বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছেই। তার মধ্যেই ওটিটিতে কাজ প্রসঙ্গে ইঙ্গিত দিলেন অভিনেতা সানি দেওল।
‘গদর ২’-এর মাধ্যমে নতুন করে দর্শকের মন জয় করেছিলেন সানি। চলতি সপ্তাহেই মুক্তি পাবে অভিনেতার নতুন ছবি ‘জাট’। সানি জানিয়েছেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে তিনি ওটিটি মাধ্যমেও কাজ করবেন। একটি সাক্ষাৎকারে সানি বলেন, ‘‘ওটিটির জন্য আমি কয়েকটি কাজ করছি। এই কাজগুলো বড় পর্দার জন্য নয়। কারণ, ওটিটির দর্শক আলাদা।’’
আরও পড়ুন:
ওটিটি নিয়ে আলাদা করে উচ্ছ্বাস করেছেন সানি। অভিনেতা বলেন, ‘‘এই মাধ্যমটা খুবই ইন্টারেস্টিং। কারণ ,এখানে অভিনেতা এবং নির্মাতাদের কাছে কোনও বিধিনিষেধ থাকে না।’’ সানি আগামী দিনে সব ধরনের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। অভিনেতার কথায়, ‘‘ওটিটির জন্য আমি নতুন কিছু করতে চাইছি। তবে সবটাই নির্ভর করছে চিত্রনাট্যকার এবং পরিচালকের উপর। নিজে থেকে কিছু করতে চাওয়া মুশকিল।’’ ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে তাঁদের মতো অভিনেতাদের ছবি এখন নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে বলে খুশি সানি।
‘জাট’ এবং ওটিটি ছাড়াও এই মুহূর্তে ‘বর্ডার ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সানি। এছাড়াও পরিচালক রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’ ছবিতেও তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।