Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Iman Chakraborty

‘সব ভাষার গান গাইব, আমার ভাষাকে অপমান করলে মেনে নেব না’, গান বিতর্কে সাফ জবাব ইমনের

“চেন্নাই হোক বা দিল্লি, যে কোনও শহরেই প্রত্যেকে নিজের ভাষায় কথা বলেন। সেই জন্যই ওদের ছবি, সংস্কৃতি উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে।”, আনন্দবাজার অনলাইনে সাফ জানালেন ইমন।

Singer Iman Chakraborty slams a man at audience as he refused to listen to Bengali songs

মঞ্চ থেকেই ইমনের প্রতিবাদ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
Share: Save:

মঞ্চে গান গাইতে উঠেছিলেন ইমন চক্রবর্তী। সেই ইমন, যাঁর গাওয়া বাংলা গান নিয়ে এই মুহূর্তে ভাবনাচিন্তা করছেন বিশ্ব দরবারের বিচারকেরা। অথচ, অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতেই অস্বীকার করলেন দর্শক, খোদ কলকাতায়! গানের মধ্যেই চিৎকার করে এক যুবক বলে উঠলেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে’। অবাক হননি ইমন, বরং সপ্রতিভ ভাবে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন। সেই সময়ের ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।

হিন্দি গানই গাইতে হবে। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে শিল্পীদের কাছে আজকাল এমন অনুরোধ উড়ে আসে দর্শকদের মধ্যে থেকে। কেউ কেউ সেই অনুরোধ মেনে নেন, কেউ প্রতিবাদ করেন। ইমন চক্রবর্তী পড়েন দ্বিতীয় দলে। বাংলা গান গাওয়ার সময়ে অবাঙালি শ্রোতার দাবি ছিল, হিন্দি গান গাইতে হবে। তাঁকে সপাটে জবাব দিয়েছেন গায়িকা। তাঁকে বাহবা দিচ্ছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইনকে ইমন বলেন, “কিছু মানুষের মানসিকতাই এমন। আমি জানতাম ওখানে অবাঙালি শ্রোতা থাকবেন। আমরা যে শুধুই বাংলা গান গাই, তা কিন্তু নয়। আমি একজন সঙ্গীতশিল্পী। আমি সব ভাষার গান গাইব। কিন্তু আমার ভাষাকে অসম্মান করা হলে, তা মেনে নিতে পারব না। গত কালের অনুষ্ঠানেও ওই ছেলেটি অবাঙালি ছিল, আমি নিশ্চিত। ও যে ভাবে আমাকে বলল, ‘হিন্দি গান গাইয়ে, নাচেঙ্গে’, তাতে আমি অপমানিত। বাংলায় থাকছে, রোজগার করছে। এই ভাষার প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকবে না?”

অন্য শহরের কথা তুলে আনেন ইমন। গায়িকার দাবি, প্রত্যেক রাজ্যে নিজের ভাষাকে যথেষ্ট সম্মান করা হয়। তাঁর কথায়, “চেন্নাই হোক বা দিল্লি— যে কোনও শহরেই প্রত্যেকে নিজের ভাষায় কথা বলেন। সেই জন্যই ওদের ছবি, সংস্কৃতি উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু নিজের ভাষার প্রতি সম্মানের জন্যই সম্ভব হয়েছে। আর কারও যদি বাংলা গান শুনতে ইচ্ছেই না করে, তা হলে বাঙালি শিল্পীর অনুষ্ঠানে আসছেন কেন? এসে এগুলো করার তো কোনও অর্থ নেই।”

নিজের ভাষার জন্য সরব হয়ে প্রশংসা পাচ্ছেন এক দিকে। তবে নিন্দকেরা কখনওই চুপ থাকেন না। তাঁরা কেউ বলছেন, “ইমন তো নিজেও হিন্দি ভাষায় গান করেন!” কেউ আবার বলছেন, “হিন্দি ভাষায় গান গাইতে বলা কী এমন অপরাধ?”

তাঁদের উদ্দেশে ইমনের মন্তব্য, “এটা সত্যি ওঁদের সমস্যা। অনেকেই দেখেছি মন্তব্য করছেন নানা রকমের। হিন্দি গান গাওয়ার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু আমার ভাষাকে যে অসম্মান করবে, আমি প্রতিবাদ করব। আমি কিন্তু মঞ্চে, হিন্দি, গুজরাতি, পঞ্জাবি গানও গাই। তবে কোনও ভাবেই আমার ভাষার প্রতি অসম্মান দেখে চুপ থাকতে পারব না। বাংলায় থেকে তো এটা আমি হতেই দেব না।”

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন। সকলেই উপভোগ করছিলেন সেই গান। কিন্তু তারই মধ্যে এক শ্রোতা বলে বসেন, তিনি বাংলা গান শুনতে চান না। হিন্দি গান গাইতে হবে। সঙ্গে সঙ্গে ইমন বলেন, “বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব কোরো না। এই রাজ্যের নাম বাংলা। সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?”

এখানেই থামেননি গায়িকা। তিনি বলেছেন, “ওর যদি সাহস থাকে, ওকে মঞ্চে পাঠাও। এই ভণ্ডামি করো না। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?”

অন্য বিষয়গুলি:

Iman Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy