Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bollywood News

দীপিকা বাদ, দৌড়ে নেই আলিয়াও, ‘ওয়ার ২’-এর জন্য কোন নায়িকাকে বাছলেন হৃতিক?

যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এ নতুন মাত্রা যোগ করতে চলেছে ‘ওয়ার ২’। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র।

Not Alia Bhatt, but Kiara Advani to reportedly be the leading lady in Hrithik Roshan and NTR Jr’s War 2

(বাঁ দিকে) আলিয়া-দীপিকা, হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৯:৫১
Share: Save:

বছরের প্রথমে ‘পাঠান’-এর দুরন্ত সাফল্য। বছরের শেষের দিকে এসে দীপাবলির মরসুমে ‘টাইগার ২’-এর মুক্তি। সব মিলিয়ে চলতি বছরে হিসাবের খাতায় লাভের তালিকায় নাম যশরাজ ফিল্মসের। ওয়াইআরএফের ‘স্পাই ইউনিভার্স’ যে মনে কৌতূহল তৈরি করেছে দর্শকের, তা নিয়ে কোনও সন্দেহের জায়গা নেই। গুপ্তচর ব্রহ্মাণ্ডে এ বার হ্যাটট্রিকের স্বপ্ন দেখছে যশরাজ। তার রসদও তৈরি করায় কোনও খামতি রাখছে না ওয়াইআরএফ। খবর, হৃতিক রোশন ‘ফাইটার’-এর শুটিং শেষ করার পর থেকেই নাকি শুরু হয়ে গিয়েছে ‘ওয়ার ২’ ছবির প্রস্তুতি। এমনতিতেই বড় মাপে এই ছবি পরিকল্পনা করছে ওয়াইআরএফ। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নায়িকা। খবর, ছবির নায়িকা নির্বাচন করতে নাকি এ বার এগিয়ে এসেছেন হৃতিক নিজে।

কিয়ারা আডবাণী।

কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।

‘ফাইটার’ ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। প্রথমে কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ওয়ার ২’-তে নাকি হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকাকেই। তবে ‘পাঠান’-এর সৌজন্যে গুপ্তচর ব্রহ্মাণ্ডে ইতিমধ্যেই পা রেখেছেন দীপিকা। তাই ‘ওয়ার ২’ ছবিতে নতুন এক চরিত্রে দীপিকাকে আর দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ওয়ার ২’ ছবির মাধ্যমেই নাকি ওয়াইআরএফের গুপ্তচর ব্রহ্মাণ্ডে আত্মপ্রকাশ করবেন আলিয়া ভট্ট। তবে এখন খবর, তাঁকেও নাকি তেমন মনে ধরেনি হৃতিকের। শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ ছবিতে নায়িকার চরিত্রে কিয়ারা আডবাণীকে চাইছেন নির্মাতারা।

‘ওয়ার’ ছবিতে নায়িকার চরিত্রে ছিলেন বাণী কপূর। ছবি দর্শকের মধ্যে জনপ্রিয়তা লাভ করলেও তেমন ভাবে দাগ কাটতে পারেননি বাণী। সে ক্ষেত্রে কিয়ারার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন নির্মাতারা। অন্য দিকে, ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে রোমার চরিত্রে অভিনয় করার কথা ছিল কিয়ারার। এখন কানাঘুষো, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ি থেকে শাহরুখ বেরিয়ে রোমার চরিত্রে নাকি ফিরে আসতে পারেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে কি রোমার চরিত্র হাতছাড়া হওয়ায় শাপে বর হল কিয়ারা জন্য? জল্পনা নেটপাড়ায়।

অন্য বিষয়গুলি:

Bollywood News Hrithik Roshan Alia Bhatt Deepika Padukone Kiara Advani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy