জঙ্গলে ডাকাত দলের আস্ফালন। চিন্তায় পূর্ব বর্ধমানের জঙ্গলমহলের বাসিন্দারা। আউশগ্রামের জঙ্গলমহলের আদুরিয়া জঙ্গলে দু’দিন ধরে সদলবলে দাপিয়ে বেড়াচ্ছেন ‘রঘু ডাকাত’!
গত কয়েক বছরে এই আদুরিয়ার জঙ্গলে বেড়েছে ময়ূরের সংখ্যা। তারা মাঝে মধ্যেই জঙ্গল ছেড়ে হানা দিচ্ছে গৃহস্থের খামারে কিংবা বাড়ির চালে। কিন্তু সেই গভীর অরণ্যে ডাকাতদলের দাপাদাপি!
ব্যাপারটা ঠিক এ রকম। গভীর জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে লাল মোরামের রাস্তা। হঠাৎ একদল ঘোড়ার খুরের আওয়াজ। লাল মোরামের ধুলো উড়িয়ে ঘোড়ায় চড়ে আলখাল্লা পোশাকে সুঠাম চেহারার কয়েক জন। সকলেরই মাথায় পাগড়ি। তাঁদের সামনেই সাদা ঘোড়ায় চেপে দীর্ঘাঙ্গী এক পুরুষ। মুখে চাপদাঁড়ি। ঘোড়া থামিয়ে সঙ্গীদের কী যেন নির্দেশ দিলেন। তাঁর হাবভাবে বোঝা যায়, ওই ব্যক্তি ডাকাত দলের সর্দার ‘রঘু ডাকাত’। ডাকাতদের কার্যকলাপ দেখতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে গ্রামবাসী। একটু খোলসা করেই বলা যাক। আউশগ্রাম জঙ্গলে দু’দিন ধরে চলল দেব অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমার শুটিং।
আউশগ্রাম পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল বলে পরিচিত। আউশগ্রাম জঙ্গলমহলের মাঝে কালিকাপুর গ্রামে রয়েছে পুরোনো আমলের সাতমহলার রাজবাড়ি। শাল পিয়ালের বন, পুরানো রাজবাড়ি, ছোট ছোট আদিবাসী গ্রাম, গহন অরণ্যের মধ্য দিয়ে লাল মোরামের রাস্তা। এই ধরনের পরিবেশ বরাবরই শ্যুটিং স্পট হিসাবে ধরা পড়েছে চলচ্চিত্র নির্মাতাদের কাছে । তাই আউশগ্রাম জঙ্গলে বহুকাল আগে থেকেই বিভিন্ন সিনেমার শুটিং হতে দেখা গিয়েছে। বিশেষ করে টলিউডের বহু সিনেমার দৃশ্যের শুটিং আউশগ্রামে হয়েছিল। বছর ৯ য়েক আগে কালিকাপুরে একটি সিনেমার শুটিং করেএ গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সিনেমায় নাম ছিল ‘তিন’। বচ্চন ছাড়াও শুটিংয়ে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী বিদ্যা বালান,নওয়াজ সিদ্দিকি, সব্যসাচী চক্রবর্তী।
এবার টলিউড নায়ক তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের একটি সিনেমার শুটিং হল আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। ছবির নাম ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দোপাধ্যায় এই ছবির পরিচালক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। মঙ্গলবার ও বুধবার এই দু’দিন কিছু কিছু দৃশ্যের শুটিং হয়। আর শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকার। দু’দিনের শুটিংয়ে ছিল জঙ্গলের মধ্যে দলবল নিয়ে রঘু ডাকাতের ভূমিকায় দেবের ঘোড়া ছোটানোর দৃশ্য।
কয়েক মাস আগেই এই জঙ্গলে শুটিং করে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁরও দু’দিনের শুটিং ছিলেন আউশগ্রামে।