উদ্যাপনে দোষ দেখেন না তিনি। আপত্তি অসংযমে, উশৃঙ্খলতায়। তাই তিনিও ধারাবাহিকের টিআরপি বাড়লে অভিনেতা, কলাকুশলীদের নিয়ে উদ্যাপন করবেন। তবে চা বা কফি খাইয়ে! ঠাকুরপুকুর-কাণ্ডের অভিযুক্ত পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের জুতোয় পা গলিয়েই আনন্দবাজার ডট কমের কাছে এমনটাই দাবি সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’র নতুন পরিচালক রূপক দে-র। আরও জানালেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনের জায়গায় যোগ দিচ্ছেন রিমঝিম মিত্র। পর্দায় তিনি অভিনেতা কৌশিক চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী। আরিয়ান ভৌমিক আগের মতোই নায়কের ভূমিকায়।
পাঁচ পথচারীকে জখম, এক পথচারীকে পিষে দেওয়ার অভিযোগে পুলিশি হেফাজতে ভিক্টো। বৃহস্পতিবার বেলা আড়াইটেয় তাঁকে ফের আলিপুর আদালতে পেশ করা হবে। তার আগের দিন, বুধবার বদলে গেল ধারাবাহিকের পরিচালক।
কোনও দুশ্চিন্তা? প্রশ্ন করতেই সাবলীল জবাব,“দুশ্চিন্তা কেন হবে? প্রায়ই নানা কারণে পরিচালক বদলে যান। তাই তৈরি থাকি” আশপাশের উত্তেজক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না রূপক। উল্টে প্রথম দিনেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। সারা দিন শুটিং করেছেন। কারও ফোন ধরার সময় পাননি। বাকিদের মতো তিনিও জানেন, ‘শো মাস্ট গো অন’।
পর্ব পরিচালনায় এখনই খুব বেশি বদল আনতে চাইছেন না রূপক। বলেছেন,“এমনিতেই পরিচালক বদল মানে দৃষ্টিভঙ্গির বদল। ফলে, সামান্য বদল তো ঘটবেই। বড় বদল এখনই চাইছি না।”
ধারাবাহিকের টিআরপি বাড়লে তিনিও উদযাপনে মাতবেন?
এ বার একটু কি থমকালেন রূপক? বড় করে শ্বাস নিলেন। তার পর বললেন,“অবশ্যই উদযাপন করব। আমরা পরিশ্রম করি দর্শক যাতে আমাদের কাজ দেখেন তার জন্য। এটুকুই আমাদের পাওনা” মৃদু হেসে আরও যোগ করেছেন, “আমিও ধারাবাহিকের অভিনেতা, কলাকুশলীদের নিয়ে উল্লাসে মাতব। তবে চা-কফি দিয়ে।”