Advertisement
E-Paper

দাদু গ্রামোফোনে, নাতি ইয়ারফোনে, যৌথ পরিবারের মজার গল্প বলবে ‘মধুর হাওয়া’

প্রচেত গুপ্তের লেখা গল্প অবলম্বনে তৈরি হয়েছে একটি নতুন ধারাবাহিক। কেমন তার রূপরেখা?

Bengali serial  based on a short story written by Pracheta Gupta aired dgtl

‘মধুর হাওয়া’ ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে অভিনেতারা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৫:১২
Share
Save

বর্তমান সমাজে যৌথ পরিবারের ধারণা কি অলীক? এখন কোনও যৌথ পরিবার যদি থাকে, তা হলে সেখানে প্রজন্ম ব্যবধানও নিশ্চয়ই থাকবে। এই রকম প্রেক্ষাপটেই আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মধুর হাওয়া’।

২০০৭ সালে মুক্তি পায় তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘চাঁদের বাড়ি’। সেখানে যৌথ পরিবারের গল্প উঠে এসেছিল। প্রচেত গুপ্তের লেখা উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছিল সেই ছবি। ‘মধুর হাওয়া’ ধারাবাহিকটিও প্রচেতর লেখা একই নামের একটি ছোটগল্পের আদলে তৈরি। প্রচেত বললেন, ‘‘প্রথাগত ধারাবাহিকের থেকে একটু অন্য রকমের গল্প ওঁরা বলতে চাইছেন বলে আমার ভাল লেগেছে।’’

এই সময়ে একটা যৌথ পরিবার থাকলে সেখানে কী কী হতে পারে, তা নিয়েই মজার গল্প বলবে এই ধারাবাহিক। বিরোধিতা থাকলেও পারিবারিক মূল্যবোধ যেন মধুর হয়, সেই বার্তাই দিতে চাইছে এই ধারাবাহিক। প্রচেতর কথায় ‘‘এখন বাড়িতে দাদু হয়তো বাজারে গিয়ে মাছ কিনছেন। নাতি অনলাইনে মাছ অর্ডার করছে। দাদু হয়তো গ্রামোফোন রেকর্ডের পিন খুঁজছেন। নাতি সেখানে কানে ব্লু-টুথ ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। এই ধরনের দিকগুলো থাকছে।’’

‘মধুর হাওয়া’ প্রকাশিত হয় ২০১৫ সালে। ধারাবাহিকের স্বার্থে গল্পকে খানিকটা বাড়িয়েছেন নির্মাতারা। প্রচেতর সঙ্গে সেই কাজটি করেছেন ধারাবাহিকের পরিচালক অনিন্দ্য সরকার এবং চিত্রনাট্যকার রাকেশ ঘোষ। অনিন্দ্য বললেন, ‘‘কাউকে ছোট না করেই বলছি, এখনকার বেশির ভাগ ধারাবাহিকের সবটাই যেন বড্ড আরোপিত। সেখানে এই কাহিনিতে কিন্তু বাঙালির শিকড়ের কথা বলবে।’’

সান্যাল পরিবারের চার প্রজন্মকে ধরে গল্প এগোবে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অরিজিৎ গুহ, গোপা নন্দী, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চক্রবর্তী প্রমুখ।

Bengali Serial Pracheta Gupta Bengali Literature Tollywood News family

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}