নায়কদের জীবনে প্রেম এলে গোপন রাখাই যেন দস্তুর। কারণ প্রেমিকাকে প্রকাশ্যে আনলেই নাকি কমতে থাকে অনুরাগীর সংখ্যা। তাই নায়করা বার বার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চেয়েছেন। কার্তিকও অন্যথা করেননি। বলিপাড়ার একের পর এক তারকা সন্তানদের সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা। সারা আলি খান থেকে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে কে নেই সেই তালিকায়। এ বার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা! যদিও মুখে বলেছেন তিনি নাকি ‘সিঙ্গল’!
আলাপের বয়স বড়জোর এক মাস। তাতেই নাকি কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, এমনই গুঞ্জন বলিউডে! দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁর আসন্ন ছবির নায়িকাকে। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, অনুরাগ বসুর আগামী ছবির নায়ক-নায়ক নাকি প্রেমে পড়েছেন। কার্তিকের মা নাকি সম্পর্কে সিলমোহরও দিয়েছেন! সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার টুকরো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার করতে ব্যস্ত অনুরাগীর। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। কার্তিকের সাফ কথা, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে। আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’’