দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে সরকারের উপরে ‘ভরসা’ রাখছেন চাকরিহারা শিক্ষকরা। তবে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ্যে না-আসা পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত হতে পারছেন না তাঁরা। তাই অবস্থানের রাস্তা থেকে এখনই সরছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ-অবস্থান তুলে নিলেও শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন তাঁরা।
চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, যত ক্ষণ না পর্যন্ত যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং ২২ লক্ষের ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েব সাইটে প্রকাশ করা হচ্ছে তত ক্ষণ রাস্তা থেকে অবস্থান প্রত্যাহার করবেন না তাঁরা। শিক্ষকেরা আরও জানিয়েছেন, শুধুমাত্র কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশেই নয়, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও চলবে অবস্থান। তাতে অংশ নেবেন অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।

অবস্থানের রাস্তা থেকে এখনই সরছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। —নিজস্ব চিত্র।
অন্য দিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের বৈঠকের পরে জানা গিয়েছে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে। তবে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা সম্ভব নয়, তা থেকে থাকলে সিবিআই পেত। সিবিআই যে সমস্ত ওএমআর শিট পেয়েছে তা প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সঙ্গীতা সাহা বলেন, ‘‘যত দিন না পর্যন্ত আমাদের দাবি মেনে যোগ্য-অযোগ্য তালিকা এবং ওএমআরসিট প্রকাশ করা হচ্ছে তত দিন পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’’